🏡 কাশবন টাওয়ার মেস 🏡
(একটি নিরাপদ বাসস্থান)
আমাদের এই পাঁচ তলা ভবনটিতে অত্যন্ত নিরাপদের সহিত বসবাস করার লক্ষ্যে, আপনার এবং বিল্ডিং কর্তৃপক্ষের নিরাপত্তার জন্য কিছু নিয়মকানুন মেনে থাকতে হবে। যেটা উভয়ের জন্যই কল্যাণকর।
নিয়মাবলীঃ
ক) ৫ম তলায় খাবারের মেস এবং নামাজের জায়গা। খাবার ওখানেই খাইতে হবে, নিচের রুমে আনা যাবে না।
খ) মুসলমান হলে ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। ১~৫ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করতে হবে।
গ) ল্যাপটপ, কম্পিউটার, স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ দামী জিনিসপত্র সঙ্গে রাখা যাবে না।
ঘ) উচ্চস্বরে গান গাওয়া বা আশেপাশে থেকে অভিযোগ আসবে, এই রকম কিছু করা যাবে না।
ঘ) রাত ১১ টার আগে বিল্ডিংয়ে ঢুকতে হবে। এবং বিল্ডিংয়ের ভিতরে সিগারেট ও নেশা জাতীয় দ্রব্য পান করা যাবে না।
ঙ) চুরি, মারামারি, গালাগালি করা যাবে না। তাহলে দুজনকেই বের করে দেওয়া হবে।
চ) সাইকেল বা মটর সাইকেল থাকলে, বাহিরের গ্যারেজে রাখতে হবে।
নিরাপত্তার স্বার্থে উপরের শর্তাবলী মেনে চলতে পারলে, আমাদের মেসে আপনাকে স্বাগতম।❤️
ভাড়াঃ
এক রুমে ৪ জন থাকবে মাসে ১০০০ টাকা জনপ্রতি।
এক রুম একা নিতে পারেন, ভাড়া ৪০০০ টাকা।
কারেন্ট বিল রুম প্রতি মাসে ৪০০ টাকা।
বুয়া বিল মাথাপিছু মাসে ৫০০ টাকা।
খাবারের বিল, আপনারা নিয়ন্ত্রণ করবেন। আপনাদের মধ্যে একজন মেস ম্যানেজার হবে। আপনারা বাজার করে দিলে, বুয়া পাক করে দিবে।
রুমের ভিডিও দেখুনঃ
https://youtu.be/AicV8utKvck
গুগল ম্যাপে লোকেশনঃ
https://maps.app.goo.gl/m3yixbsQLpKnBpZU9
No comments:
Post a Comment
কমেন্ট করার জন্য় ধন্যবাদ। দেখা মাত্রই উত্তর দিব ইনশাআল্লাহ্।