New Textbook- 2025 Chapter Based Exam- 02 - Multi language center- Bogura.

2025/01/06

New Textbook- 2025 Chapter Based Exam- 02

 ০২ নং অধ্যায়ঃ-

এই অধ্যায়ে আপনারা যারা কোরিয়াতে যাবেন, তাদের সহজেই কেনাকাটা করার একটা সহজ উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। কোরিয়াটা শীত প্রধান দেশ তাই বছরের বেশিরভাগ সময়ই শীত থাকে। আর শীতের দিনে বাজারে গিয়ে, কেনাকাটা করার বিষয়টা আসলেই অনেক কষ্টসাধ্য বিষয়। তাই কোরিয়াতে হালাল ফুডের দোকান থেকে শুরু করে, বিশাল বিশাল শপিং মল ও বাজার রয়েছে। যেখান থেকে মানুষেরা নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র গুলো কেনাকাটা করে। বর্তমানে এই কেনেকাটার প্রকৃিয়াটাকে আরোও সহজ করতে, তারা অনলাইনে কেনেকাটার ব্যবস্থা করেছে। কোরিয়ানরা অনলাইনে কেনাকাটা করার জন্য, অনলাইন ( এপস্ ) তৈরী করেছে। 당근 বা গাজর নামক এপস্ তার মধ্যে একটি জনপ্রিয় এপস্। এই অধ্যায়ে এই ধরণের এপস- এর মাধ্যমে কেনাকাটা করার সুবিধা ও নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে।
এই ধরণের এপস্-এর মাধ্যমে কেনাকাটা করলে, কি ধরণের ডিসকাউন্ট বা ছাড় পাওয়া যায় সেই সম্পর্কেও আলোচনা করেছে। ভাল ভাবে এই অধ্যায়টা পড়তে পারলে কোরিয়াতে গিয়ে, জিবন জাপন করতে অনেক সুবিধা হবে।


আপনার করণীয়ঃ-

প্রথমে এই অধ্যায়ের শব্দার্থ গুলো ভালো ভাবে মুখস্থ করে, কয়েক বার লিখবেন। তারপরে গল্প দুইটাকে ভাল ভাবে পড়ে, তার লিসেনিং গুলো কয়েক বার শুনে সামনে এগুবেন। মনে রাখবেন, শব্দার্থ মুখস্থ করার বিকল্প নেই। এরপরে সংস্কৃিতি ও তথ্যটারে ভাল ভাবে পড়ার চেষ্টা করুন। যদি কঠিন মনে হয়, আমার ইউটিউব চ্যানেল ( Korea vs Bangla TV ) থেকে সাহায্য নিতে পারেন। আমার এই ইউটিউব চ্যানেলে নতুন টেক্সটবুকের ভিডিও গুলো আপলোড করা আছে। সেখান থেকে সংস্কৃিতি বা তথ্য গুলোকে ভাল ভালে পড়ে, তারপরে রিডিং এবং লিসেনিং গুলো পড়বেন।
পুরোপুরি অধ্যায়টা পড়া হলে, তার পরে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া প্রত্যেক ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা পরিক্ষার লিংকে ক্লিক দিয়ে পরিক্ষা দিবেন। আশা করি ভাল রেজাল্ট করতে পারবেন। এই ভাবে প্রত্যেকটা অধ্যায় পড়তে পারলে, দক্ষতার সহিত কোরিয়ান ভাষার পরিক্ষায় ভাল নাম্বার নিয়ে উত্তির্ন হওয়া সম্ভব। 



গ্রামারঃ-

이에요/예요 বা 이/가 아니에요 এগুলো আমার ইউটিউব চ্যানেল ( Korea vs Bangla TV ) থেকে সাহায্য নিতে পারেন। আমার এই চ্যানেলে এই গ্রামার গুলো নিয়ে আলোচনা করা আছে


No comments:

Post a Comment