১) এখানে সর্বোমোট খরচঃ-
পুরো লেখাটি না পড়লে, আমাকে ভূল বুঝতে পারেন। তাই, পুরো লেখাটি পড়ার অনুরোধ রইল। আশা করি আপনার আমার উভয়েরই উপকার হবে ইনশাআল্লাহ্।
আমাদের কোচিং সেন্টারে তিন ধরণের কোর্স পরিচালনা করা হয়ে থাকে। একটি অফলাইন কোর্স , অন্যটি অনলাইন কোর্স এবং স্পোকিং কোর্স। আমি একে একে সব কিছুই বলতেছি, যাতে করে আপনার সাথে মোবাইলে কথা বলতে না হয়। অনেক সময় এটা সময়ের ক্ষতি এবং বিরক্তির কারণ হয়ে দাড়াঁয়। আমার কোচিং সেন্টারে অন্য কোন সহকারী শিক্ষক নাই। তাই আমাকে অনেক কাজ করতে হয়, এবং ব্যাস্ত থাকতে হয়।
স্পোকিং কোর্সঃ
কোর্সের মেয়াদঃ- ২ মাস।
ক্লাসঃ- সপ্তাহে ৩ দিন।
সময়ঃ- সন্ধা ৭ টা।
কোর্স ফিঃ- টাকা ৫০০০ মাত্র।
বিঃ দ্রঃ কোরিয়ান ভাষার বেসিকটা মোটামুটি জানা থাকতে হবে। না জানলে, আমার ইউটিউব চ্যানেল থেকে জানতে হবে।
অফলাইন কোর্সঃ
অফলাইন কোর্স ফিঃ- ১৫০০০ থেকে কমিয়ে, ১০০০০ টাকা।
কোর্সের মেয়াদঃ- ৪ মাস।
ক্লাসঃ- সপ্তাহে (৩) দিন।
সকালঃ- ৯ঃ০০ টায়।
বেড ভাড়া মাসেঃ- ১৫০০ টাকা।
খাবারের বিল মাসেঃ- ২৫০০ (+ -) টাকা।
নেট, বিদ্যুৎ, বুয়া বিল মাসেঃ- ৬০০ টাকা।
(HRD কতৃক প্রকাশিত টেক্সটবুক নিজেকেই কিনতে হবে)
ক) ভর্তির বিজ্ঞপ্তি দেখার পরে, আপনি কোর্স করতে আগ্রহী হলে। সিট বুকিং বাবদ কমপক্ষে ১০০০ টাকা ( অফেরৎযোগ্য ) দিতে হবে। সেই ক্ষেত্রে খুব ভেবে চিন্তে, সিদ্ধান্ত নিয়ে, তারপর টাকাটা পরিশোধ করবেন। আপনি কোর্স করলে পরে এই টাকা কোর্স ফি থেকে বাদ দেওয়া হবে।
খ) আপনি যে কোন কারণেই হোক না কেন, সিট বুকিং দেওয়ার পরে না আসলে বা অনলাইনে যোগদান না করলে। অথবা কোচিং সেন্টারের বা অনলাইন ক্লাসের নিয়ম ভঙ্গের কারণে বহিস্কৃত হলে। পরিশোধকৃত কোন টাকা ফেরত পাবেন না।
গ) অনলাইন এবং অফলাইনে সিট বুকিং দেওয়ার পরে, প্রথম ক্লাস করার পরে পুরো কোর্স ফি পরিশোধ করতে হবে।
অনলাইন কোর্সঃ
অনলাইনে কোর্স ফিঃ- ১৩০০০ থেকে কমিয়ে, ৮০০০ টাকা।
কোর্সের মেয়াদঃ- ৪ মাস।
ক্লাসঃ- সপ্তাহে (৩) দিন।
রাতঃ- ৯ঃ৩০ টায়।
বিঃ দ্রঃ সিট বুকিং এবং অফেরৎযোগ্য কোর্স ফির নিয়ম, অনলাইন এবং অফলাইন উভয় কোর্সের ছাত্রদের জন্য সমান ভাবে কর্যকর।
২) আবাসিক ব্যবস্থাঃ-
রুমের নিয়মঃ- অফলাইনে কোর্স করার বিশেষ কিছু সুবিধা আছে। এই একটি রুমে আগে (৫) পাঁচজন থাকত, কিন্তু এখন (৪) চারজন থাকে। প্রথম অবস্থায় চার-পাঁচ দিন একটু সমস্যা মনে হলেও, পরে তাদের মধ্যে প্রচন্ড বন্ধুত্ব হয়ে যায়। আর সবাই এক সাথে রুমে বসে গ্রুপ স্টাডি করতে পারায়, রেজাল্টোও খুব ভালো হয়। আর এই জিনিসটা বাড়িতে কখনই সম্ভব নয়। কোরিয়ান লাইফ স্টাইলটাও ঠিক এমনটাই।
নামাজঃ- প্রত্যেক মুসলিম ছাত্রকে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সহিত পড়তে হবে। অন্যথায় তিনবার সতর্কের পরে, চতুর্থবারে নিয়ম ভঙ্গের কারণে বহিস্কার করা হবে। মনে রাখবেন, প্রথম কয়েক দিন সকালে উঠে নামাজ পড়তে কষ্ট হলেও। কোর্স শেষে সবাই আল্লহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে। এবং ফেসবুকে লেখে , " আলহামদুলিল্লাহ্ ! আল্লাহপাক নামাজী বানাইছে"।
ক্যাপ্টেনের আদেশ মানাঃ- সব সময় আমি আপনাদেরকে কমান্ড করতে পারবো না। তাই
প্রতি তলায় একজন করে "ক্যাপ্টেন" থাকবে। আর পুরো কোচিং সেন্টারের জন্য একজন "লিডার" থাকবে। এই দায়িত্ব আপনার কাধেও আসতে পারে।
এখানে শুধু ভাষা শেখানো হয়, বিষয়টা এই রকম না। আপনাকে একজন আদর্শ, মেধাবী, সু-শৃংখল, সর্বপরি একজন আদর্শ প্রবাসী হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ।
হাট- বাজার, পরিস্কার-পরিচ্ছন্ন থেকে শুরু করে কোরিয়াতে গিয়ে কি কি কাজ করতে হবে। এবং সেগুলো করার নিয়ম, কৌশল, এবং সততার সহিত বাস্তবায়ন করা শেখানো হবে। "মাল্টি ল্যাংগুয়েজ সেন্টার- বগুড়া" কে শুধু ভাষা শিক্ষা সেন্টার না ভেবে। আদর্শ প্রবাসী ট্রেনিং সেন্টার মনে করতে পারেন। আর এই সমস্ত প্রক্রিয়াটি লিডাব এবং ক্যাপ্টেনদের মাধ্যমেই আপনাকে শেখানো হবে।
৩) সেন্টারের নিয়ম নীতিঃ- অফলাইন ভর্তির ফরমে দেওয়া শর্তাবলী সহ ক,খ পালনীয়।
ক) সিট বুকিং বা কোর্স ফি পাঠানোর স্ক্রীনশর্টটি নিচের ফেসবুক/হোয়াটস আপ মেসেঞ্জারে পাঠাবেন। হোয়াটস আপ মেসেঞ্জারে পাঠালেও পরবর্তিতে ফেসবুক মেসেঞ্জারে অবশ্যই স্ক্রীনশর্টটি পাঠাতে হবে। সুতরাং, স্ক্রীনশর্টটি সরাসরি ফেসবুক মেসেঞ্জারে পাঠানোই উত্তম। ফেসবুক মেসেঞ্জারের লিংক নিচে দেওয়া হলো।
হোয়াটস আপ / বিকাশ, নগদ নাম্বারঃ- ০১৯৪৮-৬৫২৫৫৬
রকেট নাম্বারঃ- ০১৯৪৮-৬৫২৫৫৬৩
ফেসবুক মেসেঞ্জার লিংকঃ- https://www.facebook.com/rnhbd
ভর্তির ফরমে থাকা শর্তাবলী
খ) অনলাইন ফরমঃ-
< শর্তাবলী >
০১) সকল মুসলিম ছাত্রদের অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অনুরোধ রইল।
০২) বহিস্কৃত ও স্বেচ্ছায় কোর্স ত্যাগকারীর সিট বুকিং বা কোর্স ফি সর্ব অবস্থায় অফেরৎযোগ্য।
০৩) শিক্ষকের সঙ্গে বেয়াদবি এবং অনলাইন ক্লাসের ক্ষতি হয় এমন কাজ করলে, সরাসরি বহিস্কার করা হবে।
০৪) বিনা অনুমতিতে পর পর দুইটা ক্লাসে অনুপস্থিত থাকলে, গ্রুপ থেকে রিমুভ করা হবে।
০৫) অন / অফলাইন কোর্স ফি প্রথম ক্লাসের পরেই, পুরোটা পরিশোধ করতে হবে।
০৬) কোর্স সম্পূর্ন না করলে এবং কোর্স ফি পরিশোধ না করলে, সার্টিফিকেট প্রদান করা হবে না।
০৭) অনলাইনে বেসিক কোর্স ৬০০০ টাকা এবং টেক্সট বুকের কোর্স ২০০০ টাকা হিসেবে পরিশোধ করতে হবে। কেউ শুধু বেসিক কোর্স করলে, ৬০০০ টাকা দিতে হবে।
উপরোক্ত শর্তাবলী পড়ে ও বুঝে মেনে নিয়ে, স্বেচ্চায় এবং স্বজ্ঞানে নিম্নে স্বাক্ষরের পরিবর্তে "Yes" লিখে দিলাম।
গ) অফলাইন ফরমঃ-
< শর্তাবলী >
0১) মেসে থাকা সকল মুসলিম ছাত্রদের অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। অন্যথায় স্বেচ্ছায় কোর্স ত্যাগ করতে হবে।
0২) বহিস্কৃত ও স্বেচ্ছায় কোর্স ত্যাগকারীর সিট বুকিং বা কোর্স ফি সর্ব অবস্থায় অফেরৎযোগ্য। যাওয়ার সময় সিট ভাড়া, বুয়া বিল পরিশোধ করতে হবে।
0৩) শিক্ষকের সঙ্গে বেয়াদবি এবং সেন্টার / অনলাইন ক্লাসের ক্ষতি হয় এমন কাজ করলে, সরাসরি বহিস্কার করা হবে।
0৪) কারো সঙ্গে মারামারি, চুরি বা ক্যাপ্টেন কতৃক কোন কাজের আদেশ (৩ দিন) অমান্য করলে, সরাসরি বহিস্কার করা হবে।
0৫) বিনা অনুমতিতে পর পর দুইটা ক্লাসে অনুপস্থিত থাকলে, জরিমানা দিতে হবে। ছুটি যাইতে হলে অবশ্যই শিক্ষকের অনুমতি নিতে হবে।
0৬) বিল্ডিংয়ের বাহিরে যাওয়ার সময় ক্যাপ্টেন বা লিডারকে জানাতে হবে। মাগরিবের নামাজের পরে একা একা বিল্ডিংয়ের বাহিরে যাওয়া যাবে না।
0৭) প্রত্যেক দিন রুটিন অনুযায়ী গ্রুপ স্টাডি করতে হবে। এবং উচ্চ শব্দে গান বাজানো বা গেম খেলা যাবে না।
0৮) অন / অফলাইন কোর্স ফি প্রথম ক্লাসের পরেই পরিশোধ করতে হবে। রুম ভাড়া, বুয়া বিল প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের ভিতরে দিতে হবে।
0৯) কোর্স সম্পূর্ন না করলে এবং কোর্স ফি পরিশোধ না করলে, সার্টিফিকেট প্রদান করা হবে না।
১০) বেসিক কোর্স ৭০০০ এবং টেক্সট বুকের কোর্স অনলাইন ও অফলাইনে ৩০০০ টাকা। কেউ শুধু বেসিক করলে, ৭০০০ টাকা দিতে হবে।
উপরোক্ত শর্তাবলী পড়ে ও বুঝে মেনে নিয়ে, স্বেচ্চায় এবং স্বজ্ঞানে নিম্নে স্বাক্ষর করিলাম।
বিঃদ্রঃ ঠিক এই ভাবেই আপনাকে অনলাইন এবং অফলাইনের ফরম পুরন করতে হবে। আমি কোন অসৎ উদ্দেশ্যে এগুলো করছি না। তাহলে আগেই সব কিছু বলে রাখতাম না। আপনাকে একজন আদর্শ প্রবাসী হিসেবে গড়ার উদ্দেশ্যেই আমার এই সমস্ত উদ্দ্যোগ। কখনোও কোন কারণে কোর্স না করার সিদ্ধান্ত নিলে, স্বেচ্ছায় গ্রুপ থেকে নিজেকে রিমুভ করবেন। সমস্ত নিয়ম-কানুন মেনে কোর্স সমাপ্ত না করলে, কোর্স শেষে সার্টিফিকেট দোওয়া হবে না। সুতরাং সমস্ত নিয়ম-কানুন মেনে কোর্স সমাপ্ত করার অনুরোধ রইল ধন্যবাদ।
Sir online class a vorti hoite agrohi🥰
ReplyDeleteOnline ক্লাস করতে চাই
Delete🇧🇩 মাল্টি ল্যাংগুয়েজ সেন্টার-বগুড়া। 🇰🇷
Deleteপরিচালক ও প্রশিক্ষকঃ
মোঃ রেজোওয়ান হোসেন।
মাঝিড়া ক্যান্টনমেন্ট, বগুড়া।
💥 শুধু ভর্তির তথ্য পেতে 💥
মোবাইলঃ ০১৯৪৮-৬৫২৫৫৬
ভোর ৬-রাত ১০টা পর্যন্ত চালু থাকে
Sir apnr dea number e onk bar phone koreci receive hoccena..
Deleteআমি এখন ভর্তি হতে পারবো।
Deleteস্যার কোর্স ফি কি প্রতি মাসে ১০ হাজার ?
Deleteনাকি চার মাসে 10000?
কোর্স ফ্রি টা বেশি হয়ে গেছে
ReplyDeleteঠিক বলেছেন।
Deleteঢাকাতে কি আপনাদের কোন কোচিং সেন্টার আছে?
Deleteথাকলে খুবই উপকৃত হতাম
স্যার অনলাইনে কোর্স করলে আবার সিট বুকিং কেন
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteস্বপন8:52 AM, February 28, 2023
ReplyDeleteআলহামদুলিল্লাহ।। আমি নিবন্ধন করতে পেরেছি।।কিন্ত ভাষা জানি না।।শেখার চেষ্টা করছি।।
আমার সিরিয়াল ২২০০
আমার এখন কি করা উচিত?
Sir online class a vorti hoite agrohi..
ReplyDeleteআমি কুমিল্লা জেলায় একটি প্রাইভেট ওরগানাইজেশন এ ছয় বৎসর জব করতেছি।
ReplyDeleteআমি অনলাইন কোর্স করতে আগ্রহী। সকাল ৬ টার ক্লাসে সুযোগ দেয়া হলে উপকৃত হতাম।
স্যার আমি অনলাইনে আপনার ক্লাস করতে চাই
ReplyDeleteশুধুমাত্র সকাল ৬:০০টা থেকে ৮:০০টার ব্যাচে ভর্তি করা হচ্ছে। রাতের ব্যাচটি বন্ধ ঘোষণা করা হয়েছে। সকালের ব্যাচে কোর্স করতে চাইলে, 01948652556 এই নাম্বারে ফোন দিন।
Deleteকত ঘন্টার ক্লাস
DeleteAmi online course ta korte chai
ReplyDeleteSir Ami pharmaciutical company te job Kori. Kors Korte chai kintu job akhon Chara jabe na. Koria jabar Jonno nischit holai job charts parbo. Amar family ache. Apnar motamot chai.
ReplyDeletemdr970388@gmail.com
Apni permission file phone call dibo.
ফোন দিন।
DeleteSir আমি আপনার অনলাইন কোর্সটি করতে চাই, কিভাবে অনলাইনে সিটি বুকিং করতে পারি,
Deleteআপনার ফোন নাম্বার বন্ধ দেখাচ্ছে।
অনলাইন ক্লাস গুলা রেকর্ডেট থাকবে?
ReplyDeleteনা, আপনাদেরকে রেকর্ড করতে হবে।
Deleteস্যার আমি ক্লাস করতে চাই। অনলাইনে। আমাকে একটি সুযোগ দিলে উপকৃত হতাম।
ReplyDeleteস্যার আমি ভর্তি হতে চায়
ReplyDeleteপ্রত্যাক টি ক্লাস কতো সময় পড়ানো হয় স্যার
ReplyDelete১.৫ - ২ ঘন্টা।
Deleteস্যার আমি এইবার অনার্স ১ম বর্ষে পরিহ্মার্থী। পরিহ্মার মাত্র ৩ মাস আছে। এইদিগে আপনার কোচিং শুরু হচ্ছে।আমি তো ভাষা টা শিখতে চাই এখন আমি কি করবো।।কিছু বুঝতে পারছি না
ReplyDeleteআসসালামু আলাইকুম
ReplyDeleteঅনলাইন ভর্তি হওয়ার পর আমাদের বই কিভাবে পারো?
বই আপনাকেই কিনতে হবে।
Deletesir akhon ki online vorti hote parbo
Deleter na hoy abar new batch kobe korben ?
আসসালামু আলাইকুম
ReplyDeleteঅনলাইনে ভর্তি হওয়ার পর বই গুলো কিভাবে পাবো? এবং বইয়ের জন্য কি আলাদা ফি দিতে হবে স্যার?
স্যার, অনলাইন ক্লাস কি রেকর্ডেড থাকবে? পড়তে কি আমাদের বই লাগবে না? বই কুথায় পাবো?
ReplyDeleteআসসালামুয়ালাইকুম, আলহামদুলিল্লাহ আমি ইচ্ছুক অনলাইনে ক্লাস করতে
ReplyDeleteআলহামদুলিল্লাহ।
ReplyDeleteআসসালামুয়ালাইকুম স্যার। আমি অনলাইনে ভর্তি হতে ইচ্ছুক। কিন্তু আপনার সাথে কিভাবে যোগাযোগ করব?
স্যার, আমার বয়স ৩৬ বছর ৭ মাস চলছে। আমার কি দক্ষিণ কোরিয়া যাওয়ার সু্যোগ বা সম্ভাবনা আছে ?
Yes. Perben
Deleteস্যার অনলাইন এ ভর্তি হওয়ার সুযোগ আছে? প্লিজ জানাবেন।
ReplyDeleteআসসালামু আলাইকুম sir .
ReplyDeleteSir ঢাকায় কি আপনার কোচিং সেন্টারের কোনো শাখা আছে? একটু বললে উপকৃত হতাম sir
স্যার আপনার নিয়ম গুলা সত্যি আমার খুব ভালো লেগেছে। 🥰
ReplyDeleteস্যার আপনার অফলাইনে কতো খরচ হতে পারে একটু জানাবেন?
মোট কতোজন শিক্ষার্থী পড়ে আপনার কাছে?
আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন। আপনার কাছে পরিক্ষায় যেসকল প্রশ্ন আসে সে-সকল প্রশ্নের কি সাজেশন পাওয়া যাবে....
ReplyDeleteস্যার অফলাইন নতুন ব্যাচ, কখন থেকে শুরু করবেন
ReplyDeleteআমি লটারি বিজয়ী, এখন ভর্তি হতে চাই, আপনার ফোন নাম্বার দিন
ReplyDeleteআপনার প্রকাশিত নম্বর বন্ধ
ReplyDeleteস্যার আমি একদম নতুন । আমাদের কবে ভর্তি করা হবে। আমি কোনো লটারি বিজয়ী না । আমি অফলাইন ভর্তি হতে চাই।
ReplyDeleteআসসালামু আলাইকুম স্যার, আমি মো:ছালে আজাদ,স্যার আমি একদম নতুন । আমাদের কবে ভর্তি করা হবে। আমি কোনো লটারি বিজয়ী না । আমি অনলাইন ভর্তি হতে চাই।
ReplyDeleteস্যার অফলাইনে কোর্স করতে চাই। এখন কি ভর্তি হওয়া যাবে
ReplyDeleteআসসালামু আলাইকুম স্যার।
ReplyDeleteআমি একটা বাহিনীতে জব করি।
আমি কোরিয়ান ভাষাটা শিখতে খুবই আগ্রহী তাই অনলাইনে কোর্সে ভর্তি হতে ইচ্ছুক। আমার কর্মব্যস্ততার কারণে হয়তো সব ক্লাসে উপস্থিত হওয়া হয়তো সম্ভব হবে না বিধায় স্যার যদি আপনার অনলাইনের ক্লাস গুলো রেকর্ড করে দিতেন তাহলে আশা করি মনের আশা টুকু পুরন করতে পারতাম।
প্লিজ আমাকে সাহায্য করবেন।
স্যার ভর্তি নিয়া কি শেষ ?
ReplyDeletesir ey bochor ki vorti neya ses..... R online kivabe class korbo ba vorti hobo Plesse bolben
ReplyDeleteবেসিকে কি গ্রামার করানো হয়
ReplyDelete