#Self_Study_Textbook (Read Only) Part- 56 - Multi language center- Bogura.

Contact No: 01948652556

কোরিয়ান ভাষা শিক্ষার পরবর্তি কোর্স শুরুর তারিখঃ- ১০/০৪/২০২৫ ইনশাআল্লাহ।

2022/11/24

#Self_Study_Textbook (Read Only) Part- 56


এই অধ্যায় থেকে যা যা শিখবেনঃ- 

কোরিয়াতে ছুটি খুব কম। সাপ্তাহিক ছুটি দুই দিন, কিন্তু সরকারি ছুটি আমাদের দেশ থেকে অনেক কম। কোম্পানি প্রদত্ত বাৎসরিক ছুটি, মেডিকেল ছুটি সহ ব্যক্তিগত ছুটিও কাটানো যায়। এই জন্য ছুটি কাটানোর এই বিষয় গুলো সবারই জানা দরকার। ব্যাক্তিগত ছুটি, মেডিকেল ছুটি এগুলো কাটানোর জন্য দরখাস্থ করতে হয়। তানাহলে বিভিন্ন ধরণের সমস্যা হতে পারে। দরখাস্থের মাধ্যমে ব্যক্তিগত ছুটিতে দেশে না আসলে, মালিক আপনার বিরুদ্ধে নানা ধরণের অপ্রিতীকর ঘটনা ঘটাতে পারে। বাৎসরিক ছুটিটা কোম্পানীর সুবিধা অনুযায়ী দিয়ে থাকে

অবকাশ সম্পর্কিত প্রমিত শ্রম আইন সম্পর্কে ধারণা না থাকলে, বড় ধরণের বিপদ হওয়ার সম্ভবনা থাকে। ছুটি কাটাতে হলে, কোনটি বৈতনিক আর কোন ছুটি অবৈতনিক এই সমস্ত বিষয়ে এই অধ্যায় থেকে জানতে পারবেন। সুতরাং এই অধ্যায়টি গুরুত্বের সহিত পড়তে হবে


No comments:

Post a Comment

কমেন্ট করার জন্য় ধন্যবাদ। দেখা মাত্রই উত্তর দিব ইনশাআল্লাহ্।