#Self_Study_Textbook (Read Only) Part- 54 - Multi language center- Bogura.

2022/11/11

#Self_Study_Textbook (Read Only) Part- 54


এই অধ্যায় থেকে যা যা শিখবেনঃ- 

কোরিয়াতে যাওয়ার পরে কিছু বীমা করতে হয়, এর মধ্যে চারটি বীমা খুবি জরুরী এবং বাদ্ধতামূলক। আরোও কিছু বীমা আছে যেগুলো করতে হয়, সেগুলো সম্পর্কে এই অধ্যায় থেকে জানতে পারবেন। বীমার পলিসি কিভাবে ক্রয় করতে হয়, কিভাবে বীমার টাকা পরিশোধ করা হয়। এছাড়াও বীমার শর্ত পূরণ হলে, কিভাবে সেই বীমার অর্থ গ্রহণ করতে হয়। এই সকল বিষয়ে মোটামুটি একটা ধারণা এখান থেকে পাবেন।


No comments:

Post a Comment