#Self_Study_Textbook (Read Only) Part- 52 - Multi language center- Bogura.

2022/11/02

#Self_Study_Textbook (Read Only) Part- 52


এই অধ্যায় থেকে যা যা শিখবেনঃ- 

এই অধ্যায় থেকে আপনারা শ্রমচুক্তি সম্পর্কিত তথ্য জানতে পারবেন। কিভাবে শ্রম চুক্তির অনুসন্ধান করতে হয়, কিভাবে শ্রম চুক্তি সম্পাদীত করতে হয় সব কিছুই এই অধ্যায় থেকে জানতে পারবেন। এছাড়াও প্রমিত শ্রম চুক্তি কিভাবে পূরুন ও স্বাক্ষর করতে হয়, এই সমস্ত বিষয় গুলো এখান থেকে জানতে পারবেন।

কিভাবে মালিক ও শ্রমিকের মধ্যে শ্রমচুক্তি সম্পাদীত হয়, এবং চাকুরীর শর্ত গুলো মালিক ও শ্রমিকের মধ্যে আলোচনা সাপেক্ষে কিভাবে স্বাক্ষরিত হয় সেটাও জানতে পারবেন। শ্রমচুক্তি স্বাক্ষর, চাকুরীতে নিয়োগ, চুক্তিপত্রের লক্ষনীয় বিষয় সমুহ এবং চুক্তিপত্র পুরন সম্পর্কিত সকল তথ্য এই অধ্যায় থেকে জানতে পারবেন। তারপরেও ইপিএস সম্পর্কে আরোও কিছু জানতে চাইলে এখানে ক্লিক করুন


No comments:

Post a Comment