#Self_Study_Textbook (Read Only) Part- 51 - Multi language center- Bogura.

Contact No: 01948652556

কোরিয়ান ভাষা শিক্ষার পরবর্তি কোর্স শুরুর তারিখঃ- ১০/০৪/২০২৫ ইনশাআল্লাহ।

2022/11/02

#Self_Study_Textbook (Read Only) Part- 51


এই অধ্যায় থেকে যা যা শিখবেনঃ- 

কোরিয়াতে যাওয়ার আগে / পরে আপনাদের এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম বা (EPS) সম্পর্কে জানতে হবে। বিশেষ করে যারা প্রথম বার কোরিয়াতে যাইতেছেন। আর এই নতুন ইপিএস কর্মীদের মনে নানা ধরণের প্রশ্ন জাগে কোরিয়াতে যাওয়ার ব্যপারে। এই সমস্ত প্রশ্নের কিছু কিছু উত্তর আমি দিয়ে রেখেছি, জানার আগ্রহ থাকলে এই লিংকে ক্লিক করে দেখতে পারেন।

ওছাড়াও এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম বা (EPS) সম্পর্কে জানার জন্য এই অধ্যায়েও অনেক তথ্য আছে। কিভাবে EPS-TOPIK আবেদন ফর্ম পূরন করবেন, কোথায় থেকে করবেন, অর্থ কত খরচ হবে, এই সমস্ত বিষয় এখান থেকেই জানতে পারবেন।


No comments:

Post a Comment

কমেন্ট করার জন্য় ধন্যবাদ। দেখা মাত্রই উত্তর দিব ইনশাআল্লাহ্।