#Self_Study_Textbook (Read Only) Part- 47 - Multi language center- Bogura.

2022/10/27

#Self_Study_Textbook (Read Only) Part- 47


এই অধ্যায় থেকে যা যা শিখবেনঃ- 

কোরিয়াতে প্রথমে কাজে যোগদান করার পরে, বিভিন্ন ধরণের কাজ করতে হয়। প্রথম অবস্থায় সাহায্যকারী হিসেবে কাজ করলেও, পরে ওই কাজের দায়িত্বশীল হিসেবে কাজ করতে হয়। তখন উক্ত কাজের ব্যবস্থাপনার দায়িত্ব নিতে হয়। এই অধ্যায় থেকে আপনারা কোরিয়ায় গিয়ে কিভাবে কাজের ব্যবস্থাপনা করবেন, এবং কাজের ভুল-ত্রুটি ধরতে পরা ও তার সমাধান করার কৌশল জানতে পারবেন। আর এই সম্পর্কিত কথা বার্তা বলার দক্ষতা অর্জন করতে পারবেন।

কোরিয়াতে গিয়ে একটু খেয়াল করলেই দেখতে পারবেন। কোম্পানীর ভিতরে কোন ভাল কাজ করলে তার প্রসংসা করবে, এবং খারাপ কিছু করলে তার জন্য ভৎসনাও করে থাকে। তাই আপনার সহকর্মীদের সাথে কাজের প্রসংসা কিভাবে করতে হয়, সেই বিষয়টিও এই অধ্যায় থেকে জানতে পারবেন।


No comments:

Post a Comment