#Self_Study_Textbook (Read Only) Part- 46 - Multi language center- Bogura.

2022/10/25

#Self_Study_Textbook (Read Only) Part- 46


এই অধ্যায় থেকে যা যা শিখবেনঃ- 

কোরিয়াতে আমরা যারা কাজ করার উদ্দেশ্যে যাই, তাদের অনেক ধরণের সমস্যায় পরতে হয় আর এই সমস্যা গুলোর সমাধান অনেক সময় আমাদের জানা থাকে না। তাই বিভিন্ন সমস্যার কথা বিভিন্ন জায়গায়, বিভিন্ন জনের কাছে বলতে হয়। এই অধ্যায় থেকে আপনার সমস্যা গুলো অন্য জনকে বলতে শিখবেন।

এছাড়াও পশু পালন ও মৎস্য শিল্পের বিভিন্ন কাজ, বিভিন্ন সমস্যা ও সমাধান গুলো এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এই শিল্প গুলোতে কাজ করতে আপনার কি কি করতে হবে সেইটা এই অধ্যায় থেকে মোটামুটি ধারণা পাবেন


No comments:

Post a Comment