#Self_Study_Textbook (Read Only) Part- 45 - Multi language center- Bogura.

2022/10/24

#Self_Study_Textbook (Read Only) Part- 45


এই অধ্যায় থেকে যা যা শিখবেনঃ- 

কোরিয়ান মালিকেরা বিদেশী শ্রমিকদের নিয়োগ দেয়, তাদের চাহিদা বা প্রয়োজন অনুযায়ী। এখানে বিভিন্ন ধরণের শিল্পের জন্যে বিদেশী শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়ে থাকে। আর এই বিদেশী শ্রমিকদের কাজ পরিবর্তন করার নিয়মটাও নির্ধারণ করা হয়েছে। একজন শ্রমিক তার ভিসার মেয়াদ থাকা কালীন কতবার চাকুরী পরিবর্তন করতে পারবে, সেটাও নির্ধারণ করা আছে।

এছাড়াও কোরিয়ার কৃষির জন্য চারটি ঋতুতে করার কাজ গুলো আগে থেকেই নির্ধারণ করা থাকে। প্রাকৃতিক বড় ধরণের বিপর্যয় না ঘটলে, পূর্বে নির্ধারণ করে রাখা রুটিন বা নির্দেশিকা অনুযায়ী তারা কৃষি কাজ করে থাকে।


No comments:

Post a Comment