#Self_Study_Textbook (Read Only) Part- 44 - Multi language center

যোগোযোগঃ 01948652556 (Only WhatsApp) মোঃ রেজোওয়ান হোসেন

কোর্স শুরুর তারিখঃ- ০২/০৫/২০২৪ ইনশাআল্লাহ। অনলাইনে= রাত ৯:০০ টায়, (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার)। অফলাইনে সকাল ১১:০০ টায়, (রবি মঙ্গল ও বৃহস্পতিবার)। ৪ মাসের কোর্স, অফলাইনে ফি ১০০০০ টাকা। অনলাইনে ফি ৮০০০ টাকা।

2022/10/23

#Self_Study_Textbook (Read Only) Part- 44


এই অধ্যায় থেকে যা যা শিখবেনঃ- 

কোরিয়ার কোম্পানী গুলোর পরিবেশ বিভিন্ন ধরণের হতে পারে। আর এই পরিবেশ সম্পর্কে ধারণা এবং সেগুলো অন্যের কাছে বর্ণনার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। কোম্পানীর পরিবেশ ভালো করতে আপনার করনীয় কি সে সম্পর্কেও জানতে পারবেন। মনে রাখবেন কোম্পানীর পরিবেশ ভাল হলে কাজ যত কঠিনই হোক না কেন , তারপরেও কাজ করে মজা পাবেন। এই জন্যই কোম্পানীর ভাল পরিবেশ বজায় রাখতে, নিজেও চেষ্টা করবেন অপরকেও উৎসাহিত করবেন।

এছাড়াও কোরিয়ান কোম্পানীতে কাজ করার সময় বিভিন্ন যন্ত্র পাতির ব্যবহার করতে হয়। এই যন্ত্রপাতি গুলো ব্যবহারের পরে, যথাস্থানে গুছিয়ে রাখতে হয়। এই যন্ত্রপাতি গুলোকে গোছানোর কিছু নিয়ম আছে। সেই সকল নিয়ম কানুন সহ অনেক কিছুই এই অধ্যায় থেকে জানতে পারবেন।


No comments:

Post a Comment