#Self_Study_Textbook (Read Only) Part- 43 - Multi language center- Bogura.

2022/10/19

#Self_Study_Textbook (Read Only) Part- 43


এই অধ্যায় থেকে যা যা শিখবেনঃ- 

আপনারা যারা কোরিয়াতে গিয়ে নির্মাণ শিল্পে কাজ করবেন। তাদের এই অধ্যায় থেকে অনেক কিছু শেখার বিষয় আছে। কাজের নির্দেশনা, কাজ চেক করা থেকে শুরু করে, একটি নির্মাণ সাইটের যাবতীয় বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। আবার নির্মাণ সাইটে ব্যবহার করা ভারি ভারি যানবহন গুলো সম্পর্কে এখানে ধারণা দেওয়া আছে।

এছাড়াও মার্কেটিং ব্যাবসার প্যাকেজিং বিষয়ক নিয়ম কানুনসহ, মার্কেটিং বিষয়ে অনেক দিক নির্দেশনা মূলক শিক্ষা এখান থেকে পাবেন। তাই, মনোযোগ সহকারে এই অধ্যায়টি পড়বেন।


No comments:

Post a Comment