#Self_Study_Textbook (Read Only) Part- 39 - Multi language center- Bogura.

Contact No: 01948652556

কোরিয়ান ভাষা শিক্ষার পরবর্তি কোর্স শুরুর তারিখঃ- ১০/০৪/২০২৫ ইনশাআল্লাহ।

2022/10/14

#Self_Study_Textbook (Read Only) Part- 39


এই অধ্যায় থেকে যা যা শিখবেনঃ- 

কোরিয়ার কোম্পানীর পার্টি গুলো খুব আনন্দদায়ক হয়ে থাকে। এই কোম্পানীর পার্টি গুলো বিভিন্ন কোম্পানী বিভিন্ন সময়ে করে থাকে। কোন কোম্পানী প্রত্যেক দুইমাস পর পর পার্টি করে থাকে। আবার কোন কোম্পানী তিন মাস বা ছয় মাস পর পর করে থাকে। আর এই কোম্পানীর পার্টিতে, কোম্পানীর সবাই যোগদান করে থাকে।

এছাড়াও এই অধ্যায় থেকে আরোও জানতে পারবেন যে, কোম্পানীর পার্টিতে একজন অন্য জনের সাথে কিধরণের শিষ্ঠাচার বজায় রাখতে হয়। পার্টিতে কিছু নিয়ম নীতি, আচার আচারণ ও সংস্কৃতি জরিত থাকে, যেই গুলো সবাইকে মেনে চলতে হয়। খাবারের শুরুতে সিনিয়রেরা প্রথমে খাবার শুরু করবে, তারপর খাবারের শেষের নীতি। তারপর পার্টি চলাকালীন সিনিয়রদের কাছে থেকে মদ বা কোমল পানীয় নেওয়া দেওয়ার সংস্কৃতিও আছে। এবং এই সময় পালনীয় কিছু বিষয় আছে, যা এখান থেকে জানতে পারবেন।




No comments:

Post a Comment

কমেন্ট করার জন্য় ধন্যবাদ। দেখা মাত্রই উত্তর দিব ইনশাআল্লাহ্।