#Self_Study_Textbook (Read Only) Part- 37 - Multi language center

যোগোযোগঃ 01948652556 (Only WhatsApp) মোঃ রেজোওয়ান হোসেন

কোর্স শুরুর তারিখঃ- ০২/০৫/২০২৪ ইনশাআল্লাহ। অনলাইনে= রাত ৯:০০ টায়, (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার)। অফলাইনে সকাল ১১:০০ টায়, (রবি মঙ্গল ও বৃহস্পতিবার)। ৪ মাসের কোর্স, অফলাইনে ফি ১০০০০ টাকা। অনলাইনে ফি ৮০০০ টাকা।

2022/10/12

#Self_Study_Textbook (Read Only) Part- 37


এই অধ্যায় থেকে যা যা শিখবেনঃ- 

কোরিয়াতে বিভিন্ন ধরণের আবাসিক ভবন আছে। প্রত্যেক ভবনের আলাদা আলাদা সুযোগ সুবিধা আছে। এবং সেগুলোর ভাড়া নেওয়ার পদ্ধতি গুলোও আলাদা আলাদা হয়ে থাকে। সুযোগ সুবিধার ধরন অনুযায়ী বাসার ভাড়া নির্ধারণ করা হয়ে থাকে।

এছাড়াও বিদেশী শ্রমিকদের, নিজ নিজ কোম্পানীর মেসে থাকার সম্ভাবনাই বেশি থাকে। কিছু এলাকা আছে যেখানে কোম্পানীর মেস খুব একটা থাকে না। সেই ক্ষেত্রে মালিক এপার্টমেন্টে শ্রমিকদের থাকার ব্যবস্থা করে থাকে। এই সমস্ত বিষয় গুলোর সাধারণ একটা ধারণা এই অধ্যায় থেকে পাবেন।


No comments:

Post a Comment