#Self_Study_Textbook (Read Only) Part- 31 - Multi language center- Bogura.

যোগোযোগঃ- 01948-652556 (Only WhatsApp)

এই কোর্স শুরুর তারিখঃ- ১০/০১/২০২৫ ইনশাআল্লাহ। অনলাইনে= রাত ৯:০০ মিনিটে, (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার)। অফলাইনে সকাল ৯:০০ টায়, (শনি, সোম ও বুধবার)। অনলাইন কোর্স ফিঃ- ১২ হাজার টাকা। অফলাইন কোর্স ফিঃ- ১৫ হাজার টাকা। উভয় কোর্সের মেয়াদঃ- ০৬ মাস।

2022/10/05

#Self_Study_Textbook (Read Only) Part- 31


এই অধ্যায় থেকে যা যা শিখবেনঃ- 

কোরিয়ার বিভিন্ন এলাকা সম্পর্কে এই অধ্যায় থেকে জানতে পারবেন। কোরিয়ার প্রশাসনিক  এলাকা গুলোর বিস্তারিত তথ্য এই অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কোরিয়ার সিটি কর্পোরেশন এলাকা, রাজধানী এলাকা, বিভাগীয় এলাকা এবং কিছু শায়িত্বশাষিত এলাকা আছে। এগুলো সম্পর্কে এই অধ্যায় থেকে মোটামুটি একটা ধারণা পাবেন।

এছাড়াও কোরিয়ার আবহাওয়া, পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন। এবং সেগুলো একটার সাথে অন্যটার তুলনা করতে পারবেন। তাছাড়াও নিজের দেশের আবহাওয়ার সঙ্গেও কোরিয়ার আবহাওয়ার তুলনা করে বলতে পারবেন।


No comments:

Post a Comment