Contact No: 01948652556
2022/09/09
EPS-Topic UBT Test- 01 For Korean Language.

About Korean Language Center
মোঃ রেজোওয়ান হোসেন। বাড়ি / কোচিং সেন্টার- মাঝিড়া বন্দর, মাঝিরা ক্যান্টনমেন্ট, শাজাহানপুর, বগুড়া। মোবাইল নাম্বার 01948-652556 । 2008 সাল থেকে কোরিয়ান ভাষা শিক্ষা শুরু করে। 2009 সালে আমি নিজেই একটি কোচিং সেন্টার স্থাপন করি। 2012 সালে প্রথম কোরিয়াতে প্রবেশ করি। এবং 2017 সালে প্রথম পাঁচ বছর শেষ করে দেশে ফিরে যাই। 2018 সালের শেষের দিকে স্পেশাল সিবিটি পরীক্ষার পাসের মাধ্যমে পুনরায় প্রবেশ করি। ফেব্রুয়ারী 2021 সালে পুনরায় দেশে চলে আসি। বর্তমানে স্পেশাল সিবিটি, এবং জেনারেল সিবিটির জন্য বেসিক থেকে পুরো কোর্স, পাশাপাশি আপনাদের কোরিয়ান ভাষা শিক্ষায় যতদূর সম্ভব সহযোগিতা প্রদানের চেষ্টা করে আসিতেছি। আপনাদের দোয়া ভালোবাসা এবং সহযোগিতা পাইলে আরো অনেক কিছুই করার পরিকল্পনা আছে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমার ইউটিউব চ্যানেলে কোরিয়ান ভাষার বেসিক, গ্রামার, টেক্সটবুক, ও শব্দার্থের বিভিন্ন ক্লাস আপলোড করা আছে। আপনারা ইচ্ছা করলেই আমার ইউটিউব চ্যানেল থেকে পূর্ণাঙ্গ কোর্সটি সম্পন্ন করতে পারবেন। আর আমার এই ওয়েবসাইটে সেগুলোর পরীক্ষা যেমন ( শব্দার্থ, মডেল টেস্ট, বই ডাউনলোড ) থেকে শুরু করে আরো অনেক কিছুই এই ওয়েবসাইটে পাওয়া যাবে। আর আমার ইউটিউব চ্যানেলে যাইতে, এই ওয়েবসাইটের উপরে এবং নিচে ডান কর্নারে ইউটিউব এর লোগোতে ক্লিক করুন। ধন্যবাদ
No comments:
Post a Comment
কমেন্ট করার জন্য় ধন্যবাদ। দেখা মাত্রই উত্তর দিব ইনশাআল্লাহ্।