EPS-Topic UBT Test- 01 For Korean Language. - Multi language center- Bogura.

যোগোযোগঃ- 01948-652556 (Only WhatsApp)

এই কোর্স শুরুর তারিখঃ- ১০/০১/২০২৫ ইনশাআল্লাহ। অনলাইনে= রাত ৯:০০ মিনিটে, (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার)। অফলাইনে সকাল ৯:০০ টায়, (শনি, সোম ও বুধবার)। অনলাইন কোর্স ফিঃ- ১২ হাজার টাকা। অফলাইন কোর্স ফিঃ- ১৫ হাজার টাকা। উভয় কোর্সের মেয়াদঃ- ০৬ মাস।

2022/09/09

EPS-Topic UBT Test- 01 For Korean Language.



ইউবিটি ( UBT ) কি?

 Ubiquitous Based Test বা বিশ্বব্যাপি ভিত্তিক পরিক্ষা। আর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে একটি এপস্ এর দ্বারা পুরো বিশ্বে একই সময়ে একই সাথে আনেক লোকের পরিক্ষা নেওয়া যায়। আর এই পদ্ধতির মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে শ্রমিক নিয়োগের উদ্দেশ্যে, কোরিয়ান ভাষার পরিক্ষা বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়ে থাকে। এই বছর (2022) থেকে সর্ব প্রথম স্পেশাল সিবিটির পরিক্ষাতে এই পদ্ধতি ব্যবহার করে, কোরিয়ান ভাষার পরিক্ষা অনুষ্টিত হবে। আগামি 15/09/2022 তারিখ থেকে প্রথম শুরু হবে এই পরিক্ষা। এইটা মূলতঃ ট্যাব/স্মার্ট ডিভাইস গুলোর ভিতর এপস ইনস্টল করে, সকল পরিক্ষারর্থীর পরিক্ষা একযোগে নেওয়ার একটি কার্যকারী পদ্ধতি। তবে, কোরিয়ান ভাষার পরিক্ষা নেওয়ার ক্ষেত্রে স্মার্ট ডিভাইস হিসেবে, ট্যাবকেই ব্যবহার করে থাকে।


সিবিটি (CBT) কি?

Computer Based Test বা কম্পিউটার ভিত্তিক পরিক্ষা। বাংলাদেশে 2010 সালের দিক থেকে এই সিবিটি পদ্ধতির মাধ্যমে কোরিয়ান ভাষার পরিক্ষা নেওয়া শুরু হয়েছিল। এখন 2022 সালে এসে UBT তে পরিবর্তন হলো। আর্থাৎ দির্ঘ 12 বছর বা একযুগ ধরে এই পদ্ধতিতেই কোরিয়ান ভাষার পরিক্ষা হয়ে আসছিল। 


পিবিটি ( PBT ) কি?

Paper Based Test বা কাগজ ভিত্তিক পরিক্ষা। দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় 2007 সালে। এর পরে থেকে দক্ষিণ কোরিয়ায় বৈধ ভাবে শ্রমিক পাঠানো শুরু করে বাংলাদেশ। আর 2007 এবং 2008 সালের সার্কুলারে পিবিটির মাধ্যমে কোরিয়ান ভাষার পরিক্ষা অনুষ্ঠিত হয়






No comments:

Post a Comment