#Self_Study_Textbook (Read Only) Part- 23 - Multi language center- Bogura.

যোগোযোগঃ- 01948-652556 (Only WhatsApp)

এই কোর্স শুরুর তারিখঃ- ১০/০১/২০২৫ ইনশাআল্লাহ। অনলাইনে= রাত ৯:০০ মিনিটে, (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার)। অফলাইনে সকাল ৯:০০ টায়, (শনি, সোম ও বুধবার)। অনলাইন কোর্স ফিঃ- ১২ হাজার টাকা। অফলাইন কোর্স ফিঃ- ১৫ হাজার টাকা। উভয় কোর্সের মেয়াদঃ- ০৬ মাস।

2022/09/28

#Self_Study_Textbook (Read Only) Part- 23


এই অধ্যায় থেকে যা যা শিখবেনঃ- 

কোরিয়ানদের সাথে কথা বলতে গেলে, বিনীত ভাষা এবং অবিনীত ভাষার ব্যবহার করতে হয়। বয়স্কদের সাথে কথাবলা, খাওয়া- দাওয়া করা, চলা ফেরা করার ক্ষেত্রেও ভদ্রতা বজায় রেখে চলতে হয়। তাই কোরিয়ান ভাষায় কথা বলতে গেলে 반말 নিচু ভাষা বা অবিনীত ভাষা, এবং 높임말 উচ্চ ভাষা বা বিনীত ভাষার ব্যপারে খুবই সতর্ক থাকতে হয়। অন্যথায়, আপনার সাথে কোরিয়ানরা কথা বলতে চাইবে না। এবং বিভিন্ন ধরণের সুযোগ- সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।


No comments:

Post a Comment