#Self_Study_Textbook (Read Only) Part- 8 - Multi language center- Bogura.

2022/07/08

#Self_Study_Textbook (Read Only) Part- 8


এই অধ্যায় থেকে যা যা শিখতে পারবেনঃ-

08 নাম্বার অধ্যায় থেকে আপনারা নিজ নিজ কর্ম স্থলের সকল কার্যক্রম গুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা অর্জন করতে পারবেন। কাজের জায়গার নাম, যন্ত্রপাতির নাম, পোস্ট পদবী, কাজ শুরুর এবং শেষের সময়ের আদব কায়দা। আপনার দৈনন্দিন রুটিন কিভাবে নির্ধারণ করবেন, তার একটি সু স্পষ্ট ধারণা পাবেন। কোরিয়ান জিবন যাত্রায় কিভাবে একজন মানুষের সকাল থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে পর্যন্ত রুটিন নির্ধারণ করে থাকে তার একটি সময় উপযোগী ধারণা পাবেন। 

গ্রামার বা ব্যকরণঃ-

গ্রামার অংশে 아요/어요 এবং 에 সম্পর্কে ধারণা পাবেন তবে, এই গ্রামার দুইটির পূর্ণ ক্লাস পেতে আমার ইউটিউব চ্যানেলে (Korea vs Bangla TV) তে গিয়ে গ্রামারের প্লে লিস্টে ক্লিক দিলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ্। এছড়াও, কোরিয়ান ভাষায় সময় কিভাবে বলতে হয় সেই বিষয়টাও জানতে পারবেন।

সংস্কৃতিঃ-

কোরিয়ান সংস্কৃতিতে কাজে আসা যাওয়ার সময়ে বেশ কিছু বিষয় জানার এবং মানার আছে। আর এই অধ্যায়ে সেই সকল বিষয়ে আলোচনা করা হয়েছে। আপনাদেরকে এই বিষয় গুলোকে অবশ্যই মেনে চলতে হবে। যেমন, কাজে যাওয়ার সময় 10 মিনিট আগেই কর্মস্থলে পৌছানো। সবাইকে সম্ভাষণ জানানো, এবং কাজের জন্য নিজেকে প্রস্তুত করা ইত্যাদী।

শব্দার্থঃ-

এই অধ্যায় থেকে দৈনন্দিন কাজের রুটিন বা সময় সম্পর্কিত শব্দার্থ গুলো শিখতে পারবেন। একজন লোকের সকাল থেকে রাত পর্যন্ত সকল কর্মকান্ডের শব্দার্থ দেওয়া আছে। আপনারা মনোযোগ সহকারে এগুলো মুখস্থ করে রাখবেন


No comments:

Post a Comment