#Self_Study_Textbook (Read Only) Part- 7 - Multi language center

যোগোযোগঃ 01948652556 (Only WhatsApp) মোঃ রেজোওয়ান হোসেন

কোর্স শুরুর তারিখঃ- ০২/০৫/২০২৪ ইনশাআল্লাহ। অনলাইনে= রাত ৯:০০ টায়, (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার)। অফলাইনে সকাল ১১:০০ টায়, (রবি মঙ্গল ও বৃহস্পতিবার)। ৪ মাসের কোর্স, অফলাইনে ফি ১০০০০ টাকা। অনলাইনে ফি ৮০০০ টাকা।

2022/07/08

#Self_Study_Textbook (Read Only) Part- 7


এই অধ্যায় থেকে যা শিখতে পারবেনঃ-

07 নাম্বার অধ্যায় থেকে আপনারা বিভিন্ন জায়গা সম্পর্কিত তথ্য জানতে পারবেন। এই অধ্যায়ের হেড লাইন হলো, "এইটা অফিস"। সুতরাং, অফিসের জায়গা, লোকজন, আসবাবপত্র এবং একটি অফিসে মোটামুটি ভাবে চলতে গেলে যা যা প্রয়োজন সেগুলো জানতে পারবেন। আবার ক্লাস রুমের জিনিস পত্র সহ আচার আচারণ সম্পর্কেও ধারণা পাবেন।

গ্রামার অংশঃ-

আপনারা এই অধ্যায় থেকে কোরিয়ান ভাষার গ্রামার হিসেবে, 이/가, 이에요/예요 এগুলো সম্পর্কে শিখতে পারবেন। যদি এখানে বুঝতে সমস্যা হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে গ্রামারের প্লে লিস্টে এই গ্রামারের ক্লাস গুলো দেখে নিবেন। আশা করি, অনেক ভাল ভাবে বুঝতে পারবেন

সংস্কৃতি

এছাড়াও, কোরিয়ান সংস্কৃতি থেকে আরোও শিখতে পারবেন কোরিয়ানরা  কিভাবে ঘড়ের ভিতর প্রবেশ করে, তারপর কিভাবে বাহিরে যায়। আবার ঘড়ের ভিতরে প্রবেশ করে সর্ব প্রথমে কি কি করে থাকে। তারপর খাওয়া দাওয়া করার সময় কিভাবে বসে খাওয়া দাওয়া করে।

শব্দার্থঃ-

এই অধ্যায় থেকে আপনাদের অনেক অপরিচিত শব্দার্থ পাবেন। আর এই সকল অপরিচিত শব্দার্থ গুলোকে ভাল ভাবে মুখস্থ করে রাখবেন। কারণ, এই শব্দার্থ গুলোই সামনের অধ্যায় গুলোতে কাজে আসবে।



No comments:

Post a Comment