#Self_Study_Textbook (Read Only) Part- 6 - Multi language center

যোগোযোগঃ 01948652556 (Only WhatsApp) মোঃ রেজোওয়ান হোসেন

কোর্স শুরুর তারিখঃ- ০২/০৫/২০২৪ ইনশাআল্লাহ। অনলাইনে= রাত ৯:০০ টায়, (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার)। অফলাইনে সকাল ১১:০০ টায়, (রবি মঙ্গল ও বৃহস্পতিবার)। ৪ মাসের কোর্স, অফলাইনে ফি ১০০০০ টাকা। অনলাইনে ফি ৮০০০ টাকা।

2022/07/07

#Self_Study_Textbook (Read Only) Part- 6


এই অধ্যায় থেকে যা যা শিখতে পারবেনঃ-

06 নাম্বার অধ্যায় থেকে আপনারা কোরিয়ার কালচার সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও নিজের পরিচয় দেওয়া শিখতে পারবেন কোরিয়ান সম্ভাষন, অভিবাদন বা শিষ্টাচার সম্পর্কে অনেক কিছুই শিখতে পারবেন। বিভিন্ন পেশার নাম জানতে পারবেন। আর এই অধ্যায় থেকে লিসেনিং ও রিডিং সম্পর্কে পড়াশোনা শুরু হয়ে যাবে। বইতে যেই ভাবে লিসেনিং এবং রিডিং দেওয়া আছে। চুড়ান্ত পরীক্ষায় এইরকম হুবহু প্রশ্ন না আসলেও, এই প্রশ্ন গুলোর আঙ্গিকেই প্রশ্নপত্র তৈরী হয়ে থাকে। তাই এই অধ্যায় গুলো পড়ার সময় খুবই মনোযোগ সহকারে পড়তে হবে।

গ্রামার বা ব্যাকরণঃ-

এই অধ্যায় থেকে কোরিয়ান ভাষার 입니다, 입니까 এই গ্রামার দুইটি সম্পর্কে জানতে পারবেন। বইতে লিখিত আকারে পড়ে যদি বুঝতে সমস্যা হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলে (Korea vs Bangla TV) তে গিয়ে, গ্রামারের প্লে লিস্ট থেকে এই ভিডিওটি দেখতে পারেন। আশা করি অনেক ভাল বুঝতে পারবেন

সংস্কৃতিঃ-

এই অধ্যায়ে কোরিয়ানদের অভিবাদনের শিষ্টাচার সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। কোরিয়ানদের সাথে 인사 বা সালাম কিম্বা অভিবাদন যাই বলেন, এগুলো আদান প্রদানের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হয়
সিনিয়রদের সাথে কিভাবে অভিবাদন আদান প্রদান করতে হয়, জুনিয়রদের সাথে অথবা সমবয়সীদের সাথে কিভাবে 인사 বা সালাম দিতে হয় তার বিস্তারিত আলোচনা করা হয়েছে

শব্দার্থঃ-

কোরিয়ার শ্রম মন্ত্রনালয়ের অধীনে যেই 16 টি দেশ থেকে কোরিয়ার সরকার শ্রমিকদের নিয়োগ দেয়। সেই সকল দেশের পতাকা, এবং দেশের নাম শিখতে পারবেন
এছাড়াও কোরিয়াতে যেই সকল পেশায় শ্রমিকেরা কাজ করে থাকে, ওই পেশা গুলোর পরিচয় ও নাম শিখতে পারবেন 


No comments:

Post a Comment