#Self_Study_Textbook (Read Only) Part- 14 - Multi language center- Bogura.

Contact No: 01948652556

কোরিয়ান ভাষা শিক্ষার পরবর্তি কোর্স শুরুর তারিখঃ- ১০/০৪/২০২৫ ইনশাআল্লাহ।

2022/07/14

#Self_Study_Textbook (Read Only) Part- 14


এই অধ্যায় থেকে যা শিখতে পারবেনঃ-

কোরিয়াতে যাওয়ার পরে আপনাদের বাহিরের হোটেলে খাওয়া দাওয়া করা লাগতে পারে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে কিম্বা বড় ধরণের ছুটি গুলোতে সবাই বাহিরে ঘোড়া ঘুড়ি করে। আর সেই সময় বন্ধু বান্ধব সবাই মিলে হোটেলে খাওয়া দাওয়া করতে হয়। আর এই খাওয়া দাওয়া করার ক্ষেত্রে কিভাবে ওয়ার্ডার দিতে হয় সেগুলো এই অধ্যায় থেকে শিখতে পারবেন। খাবারের ওয়ার্ডার দেওয়ার সময় সংখ্যা বা পরিমান বলার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যেইটারে গননার একক বলে। এই বিষয়টাও এই অধ্যায়ে পাওয়া যাবে।

গ্রামার অংশঃ-

을래요,ㄹ래요 এবং 안 সম্পর্কে এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা আছে। আপনারা খুব মনোযোগ সহকারে গ্রামার গুলো পড়ে নিবেন। এই গ্রামারের প্রথমাংশ অর্থাৎ 을래요,ㄹ래요 এগুলো মুলত ভবিষ্যত কালের বাক্য় গঠনে ব্যবহার করা হয়। তবে এগুলো সিনিয়র ব্যাক্তিদের সাথে ব্যবহার করা যাবে না। জুনিয়র বা সমবয়সীদের সাথে ব্যবহার করা যাবে। গ্রামার দুইটির প্রথমাংশের 을래요,ㄹ래요 এগুলো আমার ইউটিউব চ্যানেলে (Korea vs Bangla TV) এখনোও আপলোড দেওয়া হয়নি। ব্যাস্ততা কমলে অবশ্যই দিব ইনশাআল্লাহ্। পরের অংশটুকু অর্থাৎ 안 সম্পর্কে আমার ওই চ্যানেলটিতে ভিডিও আপলোড দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে গ্রামারের ক্লাসটি দেখে নিতে পারেন।

শব্দার্থঃ-

এই অধ্যায় থেকে আপনারা রেস্তোঁরা বা হোটেলে বসে খাওয়া দাওয়া করার ক্ষেত্রে যেই সকল কথা বার্তা বা শব্দার্থ জানার প্রয়োজন সেগুলো এখান থেকে শিখতে পারবেন। কিভাবে ওয়ার্ডার দিতে হয়, এবং হোটেলের যাবতীয় আদব গুলির সম্পর্কিত শব্দার্থ এখানে দেওয়া আছে।
এছাড়াও খাবারের স্বাধ গুলোর নাম বা কোরিয়ান ভাষায় কি বলে সেগুলোও এখান থেকেই শিখতে পারবেন।

সংস্কৃতিঃ-

এই অধ্যায়ের সংস্কৃতির অংশে আপনারা কোরিয়াতে যেই ধরণের খাবার গুলো পাওয়া যায়, তার একটা ধারণা পাবেন। কারণ, কোরিয়াতে ছোট বড় সকল হোটেল বা রেস্তোঁরাতে খাবারের মেন্যু বা ক্যাটালগ দেওয়া থাকে। সেখান থেকে বেছে বেছে খাবারের ওয়ার্ডার করতে হয়। আর এই অধ্যায়ে এই খাবার গুলোর ধরণ বা মেন্যু রুপে দেওয়া আছে। এখান থেকে আপনারা জানতে পারবেন যে, কোরায়ার কোন খাবারটা কোন দেশ থেকে এসেছ। আর সেই খাবারকে কোরিয়াতে কি নামে ডাকা হয়, এই সমস্ত বিষয় গুলো এখান থেকে শিখতে পারবেন।


No comments:

Post a Comment

কমেন্ট করার জন্য় ধন্যবাদ। দেখা মাত্রই উত্তর দিব ইনশাআল্লাহ্।