#Self_Study_Textbook (Read Only) Part- 13 - Multi language center- Bogura.

Contact No: 01948652556

কোরিয়ান ভাষা শিক্ষার পরবর্তি কোর্স শুরুর তারিখঃ- ১০/০৪/২০২৫ ইনশাআল্লাহ।

2022/07/13

#Self_Study_Textbook (Read Only) Part- 13


এই অধ্যায় থেকে যা যা শিখতে পারবেনঃ-

কোরিয়াতে 약속 বা প্রতিশ্রুতি দেওয়া ও রক্ষা করার ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হয়। কারণ কোরিয়াতে সময় বের করে কারো সাথে সাক্ষাত করতে যাওয়া খুবই কঠিন। আর যাওয়ার পরে যদি দেখেন, সে আসে নাই। অথবা তার খেয়াল নেই, কিম্বা দেরিতে আসতেছে। এই সব ক্ষেত্রে উভয়ের মধ্যেকার সম্পর্কের অবনতি ঘটে। এমনকি সম্পর্কও ভেঙ্গে যাতে পারে। তাই এই প্রতিশ্রুতি রক্ষার জন্য সাক্ষাতের সময় নির্ধারণ করা, এবং সেটা রক্ষা করা খুবই সতর্কতার সাথে করতে হয়।
এর পাশাপাশি স্থান নির্বাচনেও বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে যাতে করে উভয়েরই মাঝা মাঝি রাস্তায় হয়। বিশেষ কোন কারণ ছাড়া উভয়ের বাসা থেকে, দেখা করার জায়গা যেন সমান হয় সেইটা খেয়াল রাখা জরুরী। আর এই সব সময় এবং জায়গা ঠিক করার বিষয়টি এখানে শেখানো হয়েছে।

গ্রামার অংশঃ-

고 싶다 এবং 을까요 ও ㄹ까요 সম্পর্কে বিস্তারিত আলোচনা এই অধ্যায়ে করা হয়েছে। আপনারা একটু মনোযোগ সহকারে পড়লেই বুঝতে পারবেন। তারপরেও বুঝতে সমস্য়া হলে, আমার এই (Korea vs Bangla TV) ইউটিউব চ্যানেলে ঢুকে এই গ্রামারেরে ভিডিও গুলো দেখবেন। আমার এই ইউটিউব চ্যানেলে ঢোকার পরে, গ্রামারের প্লে লিস্টে দেখবেন এই গ্রামার গুলো ওখানে দেওয়া আছে।

শব্দার্থঃ-

এই অধ্যায়ের ভিতরে 상태 বা অবস্থান সম্পর্কিত শব্দার্থ গুলো দেওয়া আছে। অপনারা ওই শব্দার্থ গুলোকে প্রথমে খাতায় তুলবেন, তারপরে মুখস্থ করবেন। আর মুখস্থকৃত শব্দার্থ গুলোকে প্রতিনিয়ত রিভিশন দেওয়ার চেষ্টা করবেন।

সংস্কৃতিঃ-

কোরিয়ানরা কিভাবে অভিবাদন, সম্ভাষণ বা বিদায় জানায়, সেই বিষয় গুলো এই অধ্যায়ের সংস্কৃতির অংশে দেওয়া আছে। এই খানে লক্ষ রাখতে হবে, কোরিয়ানরা অভিবাদনের সময় যেই কথা গুলো বলে। ওগুলোকে  সিরিয়াসলি বা গুরুত্বের সহিত না নিয়ে, কথার কথা ভাবতে হবে। আমাদের সংস্কৃতিতেও এই রকম কথা গুলো প্রচলিত আছে। যেমন, "পরে ফোন দিবনি" "যে কোন সময় ডাকবেন" "কাল দেখা হবে" এই ধরণের কথা আমরা বললেও এ কোন বাস্তবতা বা সত্যতা নাই। ঠিক একই ভাবে কোরিয়ানদেরও এই রকম কথার কথা অভিবাদন আছে। যেগুলোকে গুরুত্বের সহিত আমলে নেয়া যাবে না। আর এই বিষয় গুলোই এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে।


No comments:

Post a Comment

কমেন্ট করার জন্য় ধন্যবাদ। দেখা মাত্রই উত্তর দিব ইনশাআল্লাহ্।