#Self_Study_Textbook (Read Only) Part- 12 - Multi language center

যোগোযোগঃ 01948652556 (Only WhatsApp) মোঃ রেজোওয়ান হোসেন

কোর্স শুরুর তারিখঃ- ০২/০৫/২০২৪ ইনশাআল্লাহ। অনলাইনে= রাত ৯:০০ টায়, (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার)। অফলাইনে সকাল ১১:০০ টায়, (রবি মঙ্গল ও বৃহস্পতিবার)। ৪ মাসের কোর্স, অফলাইনে ফি ১০০০০ টাকা। অনলাইনে ফি ৮০০০ টাকা।

2022/07/13

#Self_Study_Textbook (Read Only) Part- 12


এই অধ্যায় থেকে যা শিখতে পারবেনঃ-

এই অধ্যায় থেকে আপনি নিজের অবস্থান সম্পর্কে অন্য জনকে জানাতে শিখবেন। ফোনে বা মেসেজের মাধ্যমে আপনার নিজের অবস্থান জানানোর যে নিয়ম সেগুলো এই অধ্যায় থেকে শিখতে পারবেন। অনেক সময় কোন বন্ধুর বাড়ি যাইতে হলে ঠিকানা খুঁজে বের করতে হয়। এছাড়াও কোন শ্রমিক যখন কোম্পানী পরিবর্তন করে, তখন তার অন্য একটি কোম্পানি খুজে বের করে সেখানে চাকরি করতে হয়। আর চাকুরি খোঁজার এই বিষয়টি কোরিয়া শ্রম মন্ত্রনালয়ের অধীনে থাকা (노동부) করে থাকে। তবে, তারা আপনার মোবাইলে শ্রমিক নিয়োগ দেবে, এই রকম কোম্পানীর ঠিকানা দিবে। আপনার নিজেকেই ওই কোম্পানীর ঠিকানা খুঁজে বের করে, কোম্পানির মালিক কিম্বা দায়িত্ব প্রাপ্ত ব্যক্তির সাথে কথা বলতে হবে।
এই যে ঠিকানা খুঁজে বের করার যেই নিয়ম সেটার কিছু ধারণা এখান থেকে পাবেন। বাকিটা আপনার শিক্ষকের কাছে থেকে বিস্তারিত শিখে নিবেন।

গ্রামার অংশঃ-

এই অধ্যায়ের গ্রামার অংশে আপনারা 으세요, 세요 এবং 으로, 로 সম্পর্কে আলোচনা দেখতে পারবেন। অনেক সুন্দর ভাবে গ্রামার গুলে সন্বন্ধে আলোচনা করা আছে। আপনারা একটু মনোযোগ সহকারে পড়লেই ভালো ভাবেই বুঝতে পারবেন। তারপরেও যদি বুঝতে সমস্য়া মনে করেন, তবে আমার (Korea vs Bangla TV) এই ইউটিউব চ্যানেলে গিয়ে এই গ্রামার গুলোর ভিডিও দেখতে পারেন।

শব্দার্থঃ-

যাতায়াতের যত ধরণের কার্যক্রম আছে, সেই ক্রিয়া গুলো সম্পর্কে শব্দার্থ পাবেন। এছাড়াও অবস্থান ও দিক সম্পর্কে যত শব্দার্থ আছে তার কিছু অংশ উল্লেখ করা আছে। এই শব্দার্থ গুলো খুব মনোযোগ দিয়ে পড়বেন, এবং বেশি বেশি লিখবেন।

সংস্কৃতিঃ-

এই অধ্যায় থেকে কোরিয়ার রাস্তা ঘাট, ব্রীজ, ওভার ব্রীজ ইত্যাদী সম্পর্কে প্রয়োজনীয় তথ্য গুলো পাবেন। এখান থেকে গুরুত্ব পূর্ণ অনেক কিছুই জানা যাবে।



No comments:

Post a Comment