#Self_Study_Textbook (Read Only) Part- 11 - Multi language center

যোগোযোগঃ 01948652556 (Only WhatsApp) মোঃ রেজোওয়ান হোসেন

কোর্স শুরুর তারিখঃ- ০২/০৫/২০২৪ ইনশাআল্লাহ। অনলাইনে= রাত ৯:০০ টায়, (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার)। অফলাইনে সকাল ১১:০০ টায়, (রবি মঙ্গল ও বৃহস্পতিবার)। ৪ মাসের কোর্স, অফলাইনে ফি ১০০০০ টাকা। অনলাইনে ফি ৮০০০ টাকা।

2022/07/09

#Self_Study_Textbook (Read Only) Part- 11


এই অধ্যায় থেকে যা শিখবেনঃ-

কোরিয়াতে জিবন জাপন করতে গেলে বিভিন্ন মার্কেট বা বাজার থেকে জিনিস পত্র কিনা কাটার নিয়ম কানুন সম্পর্কে জানতে পারবেন। কোরিয়াতে ক্রেতাদেরকে অধিক সন্মানিত ব্যক্তি হিসেবে ভাবা হয়, এবং তাদের সাথে সেই অনুযায়ী ব্যবহার করা হয়। তাই কেনাকাটা করার সময় আপনার সাথে যেই আচরণ করা হবে, কর্ম ক্ষেত্রে ঠিক একই ব্যবহার করা হবে না। এইটা তাদের সংস্কৃতি, এই বিষয়ে বিচলিত হবার দরকার নাই। তবে, কেনা কাটা করতে গেলেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যেন তাদের সাথে কথা বলার সময় 반말 বা নিচু ভাষার ব্যবহার না হয়। কারণ, বেশির ভাগ দোকানদার হবে বয়স্ক। এমনিতেই বয়স্কদের সাথে নিচু ভাষা ব্যবহার করা যায় না, সব সময় 높임말 বা উচ্চ ভাষায় কথা বলতে হয়। আর এই বিষয় গুলো এই অধ্যায় থেকে মোটামুটি শিখতে পারবেন।


গ্রামার অংশঃ-

এই অধ্যায়ের গ্রামার হিসেবে 주세요, 아/어 주세요 সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এখানে এই গ্রামার গুলোকে লিখিত আকারে বিস্তারিত দিয়ে রাখা হয়েছে। একবার পড়ে বুঝতে না পারলে, আরোও একবার পড়ে দেখবেন অবশ্যই বোঝা যাবে। তারপরেও না বোঝা গেলে, আমার ইউটিউব চ্যানেল (Korea vs Bangla TV) তে প্রবেশ করুন। এর পরে প্লে লিস্টে গিয়ে গ্রামারের প্লে লিস্ট খুজে বের করুন। ওখানে দেখবেন, এই গ্রামারটির সুন্দর করে ভিডিও তৈরী করে রেখেছি। মনোযোগ সহকারে একবার দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ্।


সংস্কৃতিঃ-

এই অধ্যায়ের সংস্কৃতির অংশে কোরিয়ার বিভিন্ন প্রকারের কাপড়ের বা পোষাকের ব্যবহার সম্পর্কে জানা যাবে। বিশেষ করে কর্মক্ষেত্রের প্রকার ভেদে পোষাকের ডিজাইন বা কাপড়ের ধরণ নিদৃষ্ট করা থাকে। এক এক কর্মক্ষেত্রে এক এক ধরণের পোষাক পরিধান করতে হয়।
এই অধ্যায় থেকে আমরা নিরাপত্তা জনিত পোষাক নয়, বরং নরমাল ব্যবহারের পোষাক গুলোর সাথে পরিচয় হবো। আর সেই পোষাক গুলোর কোরিয়ান নাম ভালো ভাবে মুখস্থ করবো।


শব্দার্থঃ-

এই অধ্যায় থেকে শব্দার্থ গুলো ভালো করে মুখস্থ করে নিবেন। এখানে  ফল মুল ও খাদ্য দ্রব্য মুদ্রা ও জিনিস পত্র ক্রয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ শব্দার্থ দেওয়া আছে। যেগুলো শুধু পরীক্ষায় পাশের জন্যই নয়, বরং কোরিয়ান জিবন জাপনের জন্য খুবই গুরুত্বপূর্ন। সেই কারণে, এই শব্দার্থ গুলোকে ভালো ভাবে মুখস্থ করে বেশি বেশি লিখে আয়ত্ব করতে হবে। 


No comments:

Post a Comment