#Self_Study_Textbook (Read Only) Part- 10 - Multi language center

যোগোযোগঃ 01948652556 (Only WhatsApp) মোঃ রেজোওয়ান হোসেন

কোর্স শুরুর তারিখঃ- ০২/০৫/২০২৪ ইনশাআল্লাহ। অনলাইনে= রাত ৯:০০ টায়, (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার)। অফলাইনে সকাল ১১:০০ টায়, (রবি মঙ্গল ও বৃহস্পতিবার)। ৪ মাসের কোর্স, অফলাইনে ফি ১০০০০ টাকা। অনলাইনে ফি ৮০০০ টাকা।

2022/07/09

#Self_Study_Textbook (Read Only) Part- 10


এই অধ্যায় থেকে যা শিখবেনঃ-

এই 10 নাম্বার অধ্যায় থেকে তারিখ, স্থান জিজ্ঞেস করা। আর এগুলোর উত্তর দেওয়া শিখতে পারবেন। তারিখ বলার ক্ষেত্রে দিন বা মাস বলার সময় কিছু বিষয় আছে সেগুলো খেয়াল রাখতে হয়। কোন স্থানের নাম জিজ্ঞেস করার সময়, আমাদের মত করে জিজ্ঞেস করবে না। এই বিষয় গুলো সঠিক ভাবে এই অধ্যায় থেকেই শিখতে হবে। করাণ, কোরিয়াতে যাওয়ার পরে শুধু প্রশ্নই করলে চলবে না। কেউ কিছু জিজ্ঞেস করলে তার উত্তরোও দিতে হবে।


গ্রামার অংশঃ-

এই অধ্যায়ে 았/었 এবং 에서নিয়ে আলোচনা করা হয়েছে। 았/었 এগুলো Past Tense বা অতীত কালের বাক্য গঠনের জন্য ব্যবহার করা হয়। আর  에/에서 নিয়ে বিস্তারিত ক্লাস আমার ইউটিউব চ্যানেল (Korea vs Bangla TV) তে দেওয়া আছে। এই গ্রামার দুইটা সম্পর্কে এখানে আলোচনা সুন্দর ভাবে করা আছে। প্রথম বার পড়ে না বুঝতে পারলে, আরোও দুই এক বার পড়ে দেখেন বুঝতে পারবেন নিশ্চয়ই। তারপরেও যদি না বুঝতে পারেন, আমার ওই ইউটিউব চ্যানেলে এই দুইটা গ্রামারের ভিডিও দেওয়া আছে। মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন।


সংস্কৃতিঃ-

কোরিয়ার সরকারি ছুটি সম্পর্কে এই অধ্যায়ের সংস্কৃতির অংশে বিস্তারিত দেওয়া আছে। বাৎসরিক ছুটির দিন, ছুটির দির্ঘ স্থায়ীত্ব, ছুটির দিনের নামসহ সকল তথ্য কোরিয়ান ক্যালেন্ডারে উল্লেখ থাকে। স্মার্ট ফোন গুলোতেও কোরিয়ান ক্যালেন্ডারে সব কিছুই হুবহু দেওয়া থাকে।
কোরিয়াতে দীর্ঘ ছুটি নাই বললেই চলে। 3-5 দিন ছুটি হয়ে থাকে, তার সাথে শনিবার ও রবিবার পরে গেলে একটু বেশি হয়। এর সাথে কোম্পানীর মালিকের পক্ষ থেকে যদি 1/2 দিন ছুটি যোগ করে তাহলে ছুটিটা একটু বড় হয়। এই রকম ছুটি সাধারণত মালিকেরা দেয় না। যদি কোম্পানীতে কাজ না থাকে, তখন পাওয়া যায়। আবার, শ্রমিকদের বাৎসরিক ছুটির ভিতর থেকে কেটে রেখে, এই রকম ছুটি অনেক কোম্পানী দিয়ে থাকে। সুতরাং কোরিয়াতে ছুটির দিন সম্পর্কে বিস্তারিত তথ্য এই অধ্যায় থেকে জানতে পারবেন।


শব্দার্থঃ-

এই অধ্যায়ের শব্দার্থের ভিতরে তারিখ, দিন, স্থান ও বিভিন্ন কর্মকান্ড নিয়ে শব্দ গুলোকে সাজিয়ে দেওয়া আছে। শব্দার্থ গুলো ভালো ভাবে মুখস্থ করে, বেশি বেশি লিখতে হবে। তাছাড়া এই শব্দার্থ গুলো বেশি দিন মুখস্থ থাকবে না। আমার কাছে প্রতিনিয়ত শিক্ষার্থীরা মেসেজের মাধ্যমে জিজ্ঞেস করে, স্যার শব্দার্থ গুলো মুখস্থ করার কয়েক দিন পরেই ভুলে যাই। বিশেষ করে তাদের জন্য উপদেশ, কোরিয়ান ভাষার শব্দার্থ গুলোকে প্রথমে ভালো ভাবে মুখস্থ করে নিবেন। তারপর, এগুলো মুখস্থ করার সময় অবশ্যই উচ্চ শব্দে মুখস্থ করবেন। ভালো ভাবে মুখস্থ হবার পরে, বেশি বেশি লিখবেন। সর্বশেষ উপদেশ, প্রত্যেক দিন এগুলো অন্তত এক বার করে রিভিশন দিবেন। এই ভাবে কিছু দিন পড়া শোনা করলেই দেখবেন, শব্দার্থ আর ভুলে যাবেন না ইনশাআল্লাহ্।


No comments:

Post a Comment