#Self_Study_Textbook (Read Only) Part- 1-5 - Multi language center- Bogura.

Contact No: 01948652556

পরবর্তি কোর্স শুরুর তারিখঃ- ১০/০৪/২০২৫ ইনশাআল্লাহ।

2022/07/07

#Self_Study_Textbook (Read Only) Part- 1-5


Introduction to Self Study Textbook. ( সেলফ-স্টাডি টেক্সটবুকের পরিচয় )

16 টি দেশ থেকে কোরিয়ার শ্রম মন্ত্রনালয় চুক্তি ভিত্তিক শ্রমিক নিয়োগ দিয়ে থাকে। এইচ আর ডি কোরিয়া, কোরিয়ান শ্রম মন্ত্রনালয়ের একটি শাখা। আর এই শাখার দায়িত্বেই শ্রমিকদের কোরিয়ান ভাষার দক্ষতা পরীক্ষার ব্যবস্থা করা হয়। এইচ আর ডি কোরিয়া, এই পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুই খন্ডের মোট 60 অধ্যায়ের বই প্রকাশ করেছে। এবং এই বই গুলোকে 16টি দেশের ভাষাতেই অনুবাদ করে প্রকাশ করা হয়েছে।

এই অধ্যায় থেকে যা যা শিখতে পারবেনঃ-

আজকে আপনারা ( 1-5 ) এই অধ্যায় থেকে কোরিয়ান ভাষার বেসিক কিছু ধারণা পাবেন। আগামী অধ্যায় গুলোতে আরোও মজার মজার তথ্য এবং সাংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন। কোরিয়ান বর্ণমালা হান্গল এর পরিচিতি থেকে শুরু করে বেসিক বিষয় গুলো সম্পর্কে এই 1-5 নাম্বার অধ্যায়ের ভিতর পাবেন। এখানে মৌলিক স্বরবর্ণ, যৌগিক স্বরবর্ণ, মৌলিক ব্যঞ্জনবর্ণ, যৌগিক ব্যঞ্জনবর্ণ সহ বাচ্ছিম, জোড়া বাচ্ছিম এই সমস্ত বেসিক বিষয় গুলো শিখতে পারবেন
এই 1-5 নাম্বার অধ্যায় পর্যন্ত আপনাদের কোরিয়ান ভাষা শেখার মূল খুটি বা মূল বেসিক বিষয় গুলো তুলে ধরা হয়েছে। সুতরাং তারাহুরো করে এই অধ্যায় গুলো পার না হয়ে, ভালো ভাবে বুঝে শুনে পড়ে তারপর 6 নাম্বার অধ্যায়ে যাবেন

গ্রামার অংশঃ-

এই অধ্যায় গুলোতে গ্রামার নিয়ে সেই ভাবে আলোচনা করা হয় নাই। তবে উচ্চারণের নিয়ম, বর্ণ লেখার পদ্ধতি, উচ্চারণের সময় মুখের আকৃতি এই সব গুরুত্বপূর্ণ বিষয় শেখানো হয়েছে

সংস্কৃতিঃ-

কোরিয়ান সংস্কৃতিতে শ্রেণী কক্ষ থেকে শুরু করে, প্রত্যেকটা ক্ষেত্রে পালনীয় কিছু বিষয় আছে। যেই বিষয় গুলোকে কোরিয়ার সংস্কৃতিতে অবশ্যই পালনীয় করা হয়েছে। এই অধ্যায় থেকে শ্রেণীকক্ষের আদব কায়দা বা সংস্কৃতি বিষয়ে কিছু আলোচনা করা হয়েছে। শিক্ষকদের সাথে প্রশ্ন বা উত্তরের সময় কিভাবে কথা বলতে হবে সেগুলো শেখানো হয়েছে।
এছাড়াও, কাজে আসা যাওয়ার সময়ে দেওয়া অভিবাদন গুলো কেমন হয়, সেই বিষয়েও আলোচনা করা হয়েছে।

শব্দার্থঃ-

এই অধ্যায়ে বেসিকের কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ দেওয়া হয়েছে। যেই শব্দার্থ গুলো পরবর্তিতে খুবই কাজে আসবে। তাই, খুব মনোযোগ সহকারে এই শব্দার্থ গুলো মুখস্থ করতে হবে। মনে রাখবেন, কোরিয়ান ভাষার শব্দার্থ গুলো মুখস্থ করলেই, মুখস্থ থাকবে বিষয়টা এমনটা না। বরং প্রত্যেকদিন পূর্বের পড়া গুলোকে রিভিশন দিতে হবে। আর মুখস্থ করার সময় প্রথমে মুখস্থ করে, কয়েক বার মুখস্থ লিখতে হবে। তারপর, মোবাইলে ছবি তুলে রাখতে হবে। যাতে করে যখন তখন শব্দ ভুলে গেলে মোবাইল থেকে দেখা যায়


1 comment: