사회통합 프로그램- 01단계 | Vocabulary & Exam Lesson- 06 - Multi language center- Bogura.

2022/02/21

사회통합 프로그램- 01단계 | Vocabulary & Exam Lesson- 06

এখানে 사회통합 프로그램- 1단계 এর 6 নাম্বার অধ্যায়ের সকল শব্দার্থ, এবং 50 টি শব্দার্থের পরীক্ষা দেওয়া আছে। কোরিয়ায় অবস্থানরত সকল কোরিয়ান ভাষার শিক্ষার্থীদের জন্য 사회통합 프로그램 এর 1단계 থেকে শুরু করে 5단계 পর্যন্ত পরীক্ষা যারা দিবেন। সেই সকল শিক্ষার্থীদের জন্য অধ্যায় ভিত্তিক শব্দার্থ, এবং সেই শব্দার্থের পরীক্ষা এখানে দেওয়া হলো। আমরা সবাই কোরিয়ার পরিশ্রমের কথা জানি। এই পরিশ্রম করে ক্লাসে উপস্থিত হয়ে, ক্লাস শুনার থেকে ঘুমটাই বেশি ধরে। কিন্তু উপায় নাই নিদৃষ্ট ঘন্টাও পূরণ করতে হবে, আর এই জন্যই ক্লাসে যাইতে হয়। ওখানে যেই ঘাটতিটা হচ্ছে, আমি চেষ্টা করব আপনাদের ওই ঘাটতি কিছুটা পূরণে সাহায্য করতে। পাশাপাশি আপনাদের ভাল সাড়া পাইলে, কোরিয়ায় অবস্থানরত স্টুডেন্ট ভিসাধারী শিক্ষার্থীদের জন্যও তাদের ( ভিটামিনের ) ক্লাস যতদুর আমার পক্ষে সম্ভব সেইটুকু করে দিবো। আপনারা শুধু আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। উপরের এই শব্দার্থ গুলো প্রথমে ভালভাবে মুখস্থ করে, তারপরে পরীক্ষা দিবেন। একটু নিচেই পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে। সবগুলো উত্তর দেওয়ার পরে নিচের Submit বাটনে ক্লিক দিবেন। তারপরে একটু উপরে উঠে ভিউ স্কোর বাটনে ক্লিক দিলেই আপনি কত নাম্বার পাইলেন সেটা দেখতে পারবেন। 사회통합 프로그램 এর সকল শিক্ষার্থীদের জন্য অনেক কিছু করার পরিকল্পনা আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপাতত আমি এখানে 사회통합 프로그램 এর 1단계 থেকে শুরু করে 5단계 পর্যন্ত প্রত্যেক অধ্যায়ের শব্দার্থ, এবং সেই শব্দার্থের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে রাখব। আপনারা শুধু নিয়মিত আমার ইউটিব চ্যানেল এবং এই ওয়েবসাইটটি সেভ করে রাখবেন। আমার ইউটিউবে প্রত্যেক অধ্যায়ের ক্লাস গুলো দেখবেন, এবং এই ওয়েব সাইটে এসে প্রত্যেক অধ্যায়ের শব্দার্থ গুলো মুখস্থ করে পরীক্ষা দিবেন। আমার অন্য একটি ওয়েবসাইটে কোরিয়ান ভাষার টেক্সট বুক গুলো পড়তে এবং ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইটটি ডাব্লিউ3.mlcbogra.blogspot. com এখানে গিয়ে বই ডাউনলোড করতে পারবেন।

No comments:

Post a Comment