Chapter Based Vocabulary Test- 1~5 - Multi language center

যোগোযোগঃ 01948652556 (Only WhatsApp) মোঃ রেজোওয়ান হোসেন

কোর্স শুরুর তারিখঃ- ০২/০৫/২০২৪ ইনশাআল্লাহ। অনলাইনে= রাত ৯:০০ টায়, (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার)। অফলাইনে সকাল ১১:০০ টায়, (রবি মঙ্গল ও বৃহস্পতিবার)। ৪ মাসের কোর্স, অফলাইনে ফি ১০০০০ টাকা। অনলাইনে ফি ৮০০০ টাকা।

2021/11/01

Chapter Based Vocabulary Test- 1~5

সবাই প্রথমে 1-5 নাম্বার অধ্যায়টি ভাল ভাবে পড়বেন। তারপর, এই অধ্যায়ে আপনার যত অপরিচিত শব্দ পাবেন, সবগুলোকে খাতায় নোটকরে তারপর খুব ভাল ভাবে মুখস্থ করবেন। মুখস্থ হবার পর, আমার এই ওয়েবসাইটে এসে পরীক্ষা দিবেন। কোরিয়ান ভাষা আমাদের কাছে একটি অপরিচিত ভাষা হিসেবে ছিল। তাই এই ভাষার শব্দার্থ গুলো খুব তারাতারি মুখস্থ হবে, এবং মনে থাকবে এমনটি আশা করাও কঠিন। বেশির ভাগ শিক্ষার্থীর একটাই প্রশ্ন, " স্যার শব্দার্থ মুখস্থ করি, কিন্তু মনে থাকে না "। তাদেরকে বলবো, প্রথমে খুব ভাল ভাবে মুখস্থ করবেন। সেটা 10টা, 20টা বা তার থেকে বেশিও হতে পারে। তারপর কয়েকবার খাতায় লিখবেন, এবং ওই শব্দার্থ গুলোর একটা ছবি তুলে মোবাইলে রাখবেন। যখন কোন শব্দ মনে করতে পারবেন না, তখন মোবাইলে দেখে নিবেন। এইভাবে খুব মনোযোগ দিয়ে শব্দার্থ মুখস্থ করবেন। মনে রাখবেন, যেই শিক্ষার্থী যত বেশি শব্দার্থ মুখস্থ করবে, সে তত দ্রুত কোরিয়ান ভাষাকে আয়ত্ত করতে পারবে।

1 comment:

  1. Md alif hossain niloy12:30 PM, January 26, 2022

    Sir...sino korea pure korea er kono exam deya jaibo na? Paitaci nato sir

    ReplyDelete