Osan Central Mosque, South Korea. ওসান সেন্ট্রাল মসজিদ, দক্ষিণ কোরিয়া. - Multi language center- Bogura.

2020/05/17

Osan Central Mosque, South Korea. ওসান সেন্ট্রাল মসজিদ, দক্ষিণ কোরিয়া.

আসসালামু আলাইকুম, এই মসজিদটি আপনাদের জন্য খুবই উপকারী একটা জায়গা। যারা চাকরি ছাড়বেন, বা দেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে যাবেন। কোরিয়ার অনেক প্রত্যন্ত অঞ্চলে এয়ারপোর্টে যাবার বাস থাকে না। তাই আপনারা ব্যাগ লাগেজ এইসব নিয়ে এই মসজিদে আসতে পারেন। মসজিদের পাশেই বাস স্ট্যান্ড আছে। এই বাস স্ট্যান্ড থেকে এয়ারপোর্টের ঘনঘন বাস পাওয়া যায়। 40 - 45 মিনিট পরপরই বাস আছে। আপনারা এই মসজিদে থাকাকালীন খাওয়া-দাওয়া নিয়ে কোন টেনশন করতে হবে না। পাশেই হাবিব ভাইয়ের রেস্টুরেন্ট আছে। সেখান থেকে আপনারা 3 বেলা খাইতে পারবেন। আপনারা ইচ্ছা করলেই এখানে যাবতীয় জিনিসপত্র থ্যাকবে করে পাঠিয়ে দিয়ে তারপরে আসতে পারেন। এখানকার ঠিকানা আমার ভিডিওতে দেওয়া আছে। ভিডিওর ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে। আপনারা এই মসজিদে আসবেন এবং এখানে থাকবেন খাবেন। বিশেষ করে যারা রিলিজে থাকবেন, এই ভাইদের জন্য খুবই উপকারী একটা জায়গা। কারণ অনেক জায়গাতেই মসজিদে থাকতে দিচ্ছে না করোনার কারণে। এই মসজিদে মোটামুটি অনুমতি নেওয়া আছে তাই এখানে থাকা সম্ভব। কোরিয়াতে খাওয়া সারাদিন ঘোরাফেরা এগুলো সব কিছুই করা যাবে কিন্তু পার্মানেন্টলি কোন এক জায়গায় থাকতে পারবেন না। বা কারো বাসায় গিয়ে কর্মদিবসে থাকতে পারবেন না। যার কারণে যাদের চাকরি থাকেনা যারা রিলিজে থাকেন তাদের একটা আশ্রয়ের দরকার হয়। আর এই আশ্রয়স্থল হিসেবে এই মসজিদটি খুবই উপকারী। আপনারা নিশ্চিন্তে এখানে আসবেন থাকবেন এবং নিজের মনে করে সবকিছু ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ ।

No comments:

Post a Comment