মডেল টেস্ট- 04
আপনারা মডেল টেস্ট 05 এ আরোও কিছু নতুন প্রশ্ন পাবেন। আপনারা যে যত শব্দার্থ বেশি মুখস্থ করেছেন, সে তত বেশি ভাল সফলতা পাবেন। কারন, আপনারা লক্ষ করলেই বুঝতে পারবেন, এই মডেল টেস্টে বাস্তবতার আঙ্গিকে কিছু প্রশ্ন দেওয়া আছে। যা আপনাদের কোরিয়ান ভাষা পরিক্ষার জন্য খুবই উপকার হবে। তৈরী করা প্রশ্ন গুলো কি রকম হয়, সেই সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করতে পারবেন। আর শব্দার্থ যাদের বেশি জানা আছে, তারা খুব ভাল করবে।
প্রশ্নের উত্তর দেওয়ার কিছু কৌশলঃ
1) প্রশ্নকে বোঝা- প্রত্য়াকটা প্রশ্ন ভাল ভাবে পড়ে বোঝার চেস্টা করবেন। কারন, কোরিয়ান ভাষার প্রশ্ন গুলো খুব মিল রেখে তৈরী করা হয়। ভাল ভাবে পড়ে সঠিক অর্থ বুঝতে না পারলে , উত্তর দিতে কষ্ট হয়ে যাবে। এই মডেল টেস্টেও এই রকম অনেক প্রশ্ন আছে। ভাল ভাবে বুঝতে না পারলে উত্ত্র দিতে পারবেন না।
2) রিডিং পড়া- আপনাদের রিডিং পড়তে যদি সমস্যা হয়, তাহলেো উত্তর করতে কষ্ট হয়ে যাবে। পড়বেন একটা , অর্থ হয়ে যাবে অন্যটা। আর তখনই উত্তর করতে পারবেন না। ভুল উত্তর দিয়ে রাখবেন। তাই রিডিং পড়ার বেশি বেশি অনুশীলন করুন।
3) মনোযোগ- খুব ভাল ভাবে খেয়াল রাখবেন, পরিক্ষার হলে কিন্ত মনোযোগ খুবই গুরুত্ব পুর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায়। কারন, পরিক্ষার হলটা এমন নিস্তব্দ আর ভিতিকর হবে, অনেকেই ঘাবড়ে যাবে।
এই সময়টাতে মনোযোগ ঠিক রাখা খুব কঠিন হয়ে পরে। দেখবেন এই রকম হতে পারে, আপনি পরিক্ষা দিচ্ছেন কিন্ত মন কোথায় আছে বলতে পাচ্ছেন না। এই সময় কোন প্রশ্ন কোন দিক দিয়ে গেছে বুঝতেই পারবেন না। কম্পিউটারের স্ক্রিনে যেই প্রশ্ন দেখবেন, ওইটাকে কেন্দ্র করে আপনার সমস্ত চিন্তা থাকতে হবে। হয়ত বা আপনার একটু আগেই উত্তর দেওয়া প্রশ্নটা সম্পর্কে চিন্তা হতে পারে। যে প্রশ্নটা ঠিক দিছি, নাকি ভুল দিছি । আর এইটা ভাবতে ভাবতেই এই প্রশ্নটাও চলে যাবে। বিশেষ করে লিসেনিং এর অংশটা অটোমেটিক স্ক্রিন থেকে চলে যাবে।
সুতরাং, কোন প্রশ্ন ভুল হলে, কিম্বা সন্দেহ হলে ঐ প্রশ্নের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। তা নাহলে পরবর্তী পরশ্ন গুলোও ভুল হবাব সম্ভবনা থাকে।
4) ধারাবাহিকতা- যেহেতু প্রথমে লিসেনিং পরিক্ষা হবে। আর লিসেনিং পরিক্ষার প্রশ্ন গুলো অটোমেটিক নিজের সময় অনুযায়ী পরিবর্তন হয়ে থাকে। তাই কোন প্রশ্ন ভুল হয়ে গেলে ঐ চিন্তা করা যাবে না।
লিসেনিং পরিক্ষা শেষ হলে, রিডিং এর প্রশ্ন গুলো চলে আসবে। তখন আপনাদের নিজের ইচ্ছা মতো প্রশ্নের উত্তর দিতে পারবেন। কোন প্রশ্ন বেশি কঠিন মনে হলে, সেটা রেখে অন্য প্রশ্নের উত্তর দিতেও পারবেন। কোন কোন প্রশ্নের ুত্তর দিয়েছেন, সেইটা কম্পিউটারের ডান পাশের উপরের কোনায় একটি বক্স আকারে উপস্থাপন করা হবে। ওখানে দেখবেন, যেই প্রশ্নের উত্তর দিয়েছেন সেই নাম্বার প্রশ্নের পাশের গোল বৃত্তাকার ঘরটি কাল কালির দারা পুরন করা হয়ে গেছে। যেইটি ফাঁকা দেখবেন, বুঝবেন ঐটার উত্তর আপনি দেন নাই। প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে এই ধারাবাহিকতার দিকে অবশ্যি খেয়াল রাখতে হবে।
5) যান্ত্রিক ক্রটি দেখে নেওয়া- ইপিএস টপিকের সিবিটির ফাইনাল পরিক্ষার সময় চুড়ান্ত পরিক্ষার আগে পাঁচটি প্রশ্ন দেওয়া হবে। এই প্রশ্ন গুলো দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে, আপনার কম্পিউটার, হেডফোন, মাউস এগুলো ঠিক আছে কিনা এগুলো যাচায় করে নেওয়া। এই পরিক্ষার সময় প্রাপ্ত নাম্বার গুলো যোগ হবে না। এই পাঁচটি প্রশ্ন শেষ হবার পরেই চুড়ান্ত পরিক্ষা শুরু হবে।
আর চুড়ান্ত পরিক্ষা শুরু হবার আগেই আপনার কম্পিউটারের সমস্যা আছে কিনা খুজে বের করতে হবে। পরিক্ষা শুরু হবার পরেও কোন সমস্যা হলে ঘাবড়ানোর কিছু নাই। ওখানে শুধু হাত উচু করে থাকতে হবে। তখন পরিক্ষার পরিদর্শরেকা আপনার রেজিষ্ট্রেশন আইডি দিয়ে অন্য কম্পিউটারে লগইন করে সেখানে পরিক্ষা দিতে বলবে।
সর্বপরি একটা কথায় খেয়াল রাখবেন, "পড়লে পাশ আর না পড়লে ফেল" উত্তর জানা থাকলে পরিক্ষা দিয়ে নিচে নেমে এক কাপ চা খাইতে খুবই মজা লাগবে। আর যদি উত্তর না দিতে পারেন, তখন নিচে নামতেই মন চাইবে না। আর যাদের বেশি ভাল হবে, তারা শিড়ি বেয়ে নিচে নামাটা পছন্দই করবে না। মনে হবে, আট তলার উপর থেকে লাফ দিয়ে তারাতারি নামে বন্ধদের মাঝে শেয়ার করি।
তবে সাবধান, এই কাজটি ভুলেও করতে যাইয়েন না, তাহলে কি হবে বুঝতেই পারতেছেন।
Pls give more model test in this group sir.. thanks
ReplyDeleteস্যার,রিডিং পড়তে খুব কষ্ট হয়। দয়াকরে কোন কোন উপায় বলে দিন।
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSir aei model test theke final ex.a question comon pabo to.
ReplyDeleteModel test beshi beshi kore din plz sir🙏🙏🙏
ReplyDeleteস্যর শন্যস্থান পৃরনে একটু সমস্যা হয়।
ReplyDelete১৭থেকে২০ এই ৪টা প্রশ্নের অর্থসহ ১টি বিডিও করে দিলে আমি এবং সবিই উপকৃত হবো, দয়া করে যদি করেন.........Sir
ReplyDeleteএগুলো তৈরি করা প্রশ্ন ভাই ।
DeleteLeasting test dete cai...
ReplyDelete৯০ পেলাম। ৪ টা আন্দাজি মেরেছিলাম।
ReplyDelete😁😁😁
Delete