Vocabulary Weekly Exam- 12 - Multi language center- Bogura.

2020/02/11

Vocabulary Weekly Exam- 12


06-10 নাম্বার শব্দার্থের সাপ্তাহীক পরিক্ষার (Weekly Exam ) এই অধ্যায়ের ভিতরে 
খুবই গুরুত্বপূর্ণ শব্দার্থ গুলো দেওয়া আছে।
বেশি বেশি শব্দার্থ মুখস্থ করাটা, ভাষা শিক্ষার মুল মন্ত্র। এই অধ্যায়ের শব্দার্থ গুলো 
মনোযোগ সহকারে মুখস্থ করুন।
কোরিয়ান ভাষা শুধু নয়, প্রত্যেকটা ভাষা শিখতে ঐ ভাষার শব্দার্থ বেশি করে শেখা উচিত। 
তবে মনে রাখবেন শব্দার্থ মুখস্ত করতে গেলে দেখবেন, কোন ভাবেই মনে থাকতে চাইবে 
না। এর থেকে পরিত্রাণ পেতে হলে, মুখস্থ করার সময় একটু উচ্চ শব্দে মুখস্থ করবেন। 
অন্তত এমন শব্দে পড়া উচিত, যাতে করে পড়ার শব্দটা আপনার নিজের কান পর্যন্ত যায়। 
আর বেশি বেশি লিখতে হবে। তারপর, গ্রামার শিখবেন আর প্রয়োগ করবেন। তখন 
দেখবেন একটা অভ্যাসে পরিনত হয়ে গেছে। আর মুখস্থও তারাতারি হচ্ছে এবং মনেও 
থাকতেছে। শব্দার্থের পরিক্ষা গুলো বেশি বেশি দিবেন। তাহলে নিজের উপর আত্নবিশ্বাস 
বেড়ে যাবে।
পরবর্তি অধ্যায় গুলোতে আমি বিষয় ভিত্তিক এবং টেক্সট বুকের অধ্যায় ভিত্তিক শব্দার্থ 
দিব। যাতে করে আপনাদের পড়তে সুবিধা হয়। তাছাড়াও আপনাদের প্রত্যেকের কাছে 
কোরিয়ান থেকে বাংলায় অনুবাদ করা শব্দার্থ ভান্ডার, অভিধান (ডিকশনারী) কিনে রাখতে 
হবে।

এই শব্দার্থের সাপ্তাহীক পরিক্ষার (Weekly Exam ) শব্দার্থ সমুহঃ

안녕 하세요 ---- সম্ভাষণ,সালাম,নমস্কার ---- Good day
감사 합니다 ---- ধন্যবাদ ---- Thank yo
만나서 반갑습니다 ---- দেখা হয়ে,খুশি হলাম ---- Nice to meet you
어서오세요 ---- স্বাগতম ---- Welcome
알아요 ---- জানি ---- I know
몰라요 ---- জানি না ---- I don't know
열심히 하세요 ---- মনোযোগ সহকারে করুন ---- Do it carefully
오랜만 입니다 ---- অনেক দিন পরে দেখলাম ---- I saw a long time later
재미 있어요 ---- মজা আছে ---- Have fun
실례 합니다 ---- মাফ করবেন ---- Excuse me
안녕히 가세요 ---- ভালো ভাবে যান ---- Goodbye
안녕히 계세요 ---- ভাল থাকুন ---- Be good
잘 자요 ---- শুভ রাত্রি ---- Good night
밥 먹었어요 ---- ভাত খেয়েছো ---- Did you eat
어디에 가요 ---- কোথায় যাও ---- Where are you going
조심 하세요 ---- সাবধানে করেন ---- Please be careful
맛 있어요 ---- স্বাধ আছে ---- Tasty
도와 주세요 ---- সাহায্য করুন ---- Help
내일 봐요 ---- কাল দেখা হবে ---- See you tomorrow
화장실에 가요 ---- বাতরুমে যাবো ---- Go to the bathroom
재미 없어요 ---- মজা নাই ---- Not funny
맛 없어요 ---- স্বাধ নাই ---- No taste
좋다 = ভাল = Good
강 = নদী = River
타자기 = টাইপ রাইটার = Type Writer
밥 = ভাত = Rice
삽 = বেলচা = Shovel
갈 = ছুরি, চাকু, ছোরা = Knife
머리띠 = মাথার ফিতা  = Ribbon on the head
의사 = ডাক্তার  = Doctor
말  কথা  = Talk
사랑 = ভালবাসা = Love
문 = দরজা = Door
창문 = জানালা = Window
무 = মূলা = Radish
비 = বৃষ্টি = Rain
불 = আগুন = Fire
비누 = সাবান = Soap
소 = গরু = Cow
서울 = সউল = Seoul
자 = পরিমাপের ফিতা = Measuring tape
지구 = পৃথিবী = Earth
차 = গাড়ী = Vehicle
고추 = মরিচ = Chili
치마 = স্কার্ট = Skirt
치료 = চিকিৎসা = Treatment
아들 = ছেলে = Son
포장 = প্যাকেট = Packing
방 = কক্ষ ঘড় = Room
망 = জাল = Net
가시 = কাঁটা = Thorn
바람 = বাতাস = Air
카메라 = ক্যামেরা = Camera
코 = নাক = Nose
커피 = কফি = Coffee
컵 = কাপ = Cup
파 = পিয়াজ পাতা = Onion leaves
포도 = আঙ্গুর = Grape
피자 = পিজা = Pizza
하마 = জলহস্তী = Hippo
허리 = কোমর = Waist
버스 = বাস = Bus
아마 = সম্ভবত = Maybe
아니다 = না = No
쇼핑 = কেনাকাটা = Shopping
까치 = বাচাল = Magpie
꼬리 = লেজ = Tail
또 = আবার = Again
따다 = সংগ্রহ করা = Pick
오빠 = বড় ভাই = Brother
빵 = রুটি = Bread
아빠 = বাবা = Dad
예쁘다 = সুন্দর = Pretty
싸다 = সস্তা = Cheap
쓰레기 = আবর্জনা = Rubbish
쓰다 = লেখা = Write
짜다 = নোনতা = Salty
찌개 = ঝোল = Pottage
깨 = তিল = Sesame
빼다 = বাহির করা = Remove
빠르다 = দ্রুত = Fast
빨리 = তারাতারি = Quickly
깨긋한 = পরিচ্ছন্ন = Clean
씨 = সাহেব,সাহেবা = Sir
껍질 = খোল/খোসা = Shell
까지 = পর্যন্ত = Until
떠나다 = ছেড়ে যাওযা = Leave
뜨다 = ভাসা = Float
아저씨 = চাচা = Uncle
꼭 = অবশ্যই = Of course
꿈 = স্বপ্ন = Dream
꼬리 = লেজ = Tail
따다 = সংগ্রহ করা = Collect
노동자 = শ্রমিক = Labour
년 = বছর = Year
어깨 = কাধ = Shoulder
어부 = জেলে = Fisherman
내리다 = নামা = Get down
냄새 = গন্ধ = The smell
너무 = খুব = Very
내일 = আগামীকাল = Tomorrow
끌다 = টানা = Drawn
끝 = সমাপ্ত = Finished
끈 = রশি = Strings
낮 = দিন = Day
아프다 = ব্যাথা করা = Pain
알 = ডিম = Egg
노래 = গান = Song
깨지다 = ভেঙ্গে যাওয়া = Chip

53 comments:

  1. Replies
    1. অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে । আপনি পারবেন ইনশাআল্লাহ্ ।

      Delete
  2. Replies
    1. পরবর্তীতে 100 তে 100 পাওয়া চাই।

      Delete
  3. Bai ami 11 year pore lottary paice tobe ami akto kotha bolte chai apnar sathe .kibabe jojajok korbo place bai

    ReplyDelete
  4. 12 vocabulary te 1 ta vul hoyeche fa mane piyaj pata ei ta

    ReplyDelete
    Replies
    1. মনোযোগ সহকারে ক্লাস গুলো করবেন ।

      Delete
  5. 12 vocabulary te 1 ta vul hoyeche fa mane piyaj pata ei ta

    ReplyDelete
  6. Replies
    1. আলহামদুলিল্লাহ্, খুবই ভাল হইছে ভাই ।

      Delete
  7. Replies
    1. খুবই ভাল, আপনি পারবেন ।

      Delete
  8. ভাই আপনি ছাত্রদের জন্য অনেক ভাল কাজ করছেন করছেন। এজন্য আল্লাহ আপনাকে সুস্থতা রাখুক

    ReplyDelete
  9. স্যার আমি একজন প্রবাসী একটা কোরিয়ান কোম্পানি তে জব করি । .আজিজ ভাই এর মাধমে আপনার লিংক পাই আমি টুক টাক পড়তে পারি। ...
    বাচ্ছিম নিয়ে সমস্যা ছিলো আপনার ভিডিও দেখে এখন একটু ভালো করে পড়তে পাড়ি। ..আপনাকে অনেক ধন্যবাদ।.আর class test Result কিভাবে জানবো ২০ থেকে কত গুলি হল.

    ReplyDelete
    Replies
    1. ভাই, শেষের প্রশ্নের উত্তর দিয়ে, সাবমিটে ক্লিক করেন। তারপর উপরে গিয়ে ভিউ স্কোরে ক্লিক করুন । আপনিই দেখুন কত পাইলেন ।

      Delete
  10. আমি ১০০ পেয়েছি ভাই।

    ReplyDelete
    Replies
    1. অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে ।

      Delete
  11. সার এই বার কি ভোকেশনালএর কি আলাধা কোটা করেছে কিন্তুএদের কি আবার কোনো সুজগ শুবিদা দেবে কি???

    ReplyDelete
  12. Sir listening ee pblem hoi onk...?

    ReplyDelete
    Replies
    1. বেশি বেশি লিখতে হবে ভাই ।

      Delete
  13. thanks sir, for this web site...........

    ReplyDelete
    Replies
    1. সঙ্গেই থাকবেন । আরো অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ্ ।

      Delete
  14. 100 Mark pelam ........thanks for this app & web site Class test 12 100 pelam

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ ভাই আপনাকে ।

      Delete
  15. স্যার পরিক্ষা দিয়ে ভাল লাগলো

    ReplyDelete
    Replies
    1. আরও অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ্ ।

      Delete
  16. Alhamdulillah.nijer issai akta vul hoe gese..nahole 100 paitam..thanks

    ReplyDelete
    Replies
    1. অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে ।

      Delete
  17. আলহামদুলিল্লাহ ১০০

    ReplyDelete
    Replies
    1. খুব ভাল লাগল ভাই । মনোযোগ সহকারে ক্লাস গুলো করবেন ।

      Delete
  18. Tnx vay jan .. allah apna k susto rakhuk

    ReplyDelete
  19. Thank you sir,
    Than Thanks me, because I got 100 out of 100.

    ReplyDelete
    Replies
    1. অবশ্যই আপনাকেও ধন্যবাদ ভাই 😁😁😁💚💚💚

      Delete
  20. মোবাইল এ ভোকাবলারি পরীক্ষা দিতে গেলে উত্তর সিলেক্ট হয় না কেন একটু জানা বেন দয়া করে ।

    ReplyDelete
  21. Replies
    1. খুবই ভাল করছেন ভাই 💚💚💚

      Delete
  22. আলহামদুলিল্লাহ ভালোলাগলো

    ReplyDelete
  23. Unknown
    12:21 AM, September 15, 2020

    আলহামদুলিল্লাহ 100/100
    From Narsingdi

    ReplyDelete
  24. আসসালামু আলাইকুম স্যার আমি ৭-১২ পরিক্ষা দিলাম সব গুলোতেই ৫০ না হয় ১০০ পেয়েছি,, আলহামদুলিল্লাহ,, ধন্যবাদ আপনাকে স্যার

    ReplyDelete
  25. আলহামদুলিল্লাহ ১০০ তে ১০০

    ReplyDelete
  26. আলহাদুলিল্লাহ ৯৮/১০০ শুধু 잡= গুহা এটা ক্লাসে পাইনি তাই ভুল হয়েছে।

    ReplyDelete
  27. 100 100 peyechi sir

    ReplyDelete