Vocabulary Exam- 10 - Multi language center- Bogura.

2020/02/11

Vocabulary Exam- 10


10 নাম্বার শব্দার্থের এই অধ্যায়ের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ শব্দার্থ গুলো দেওয়া আছে।
বেশি বেশি শব্দার্থ মুখস্থ করাটা, ভাষা শিক্ষার মুল মন্ত্র। এই অধ্যায়ের শব্দার্থ গুলো 
মনোযোগ সহকারে মুখস্থ করুন।
কোরিয়ান ভাষা শুধু নয়, প্রত্যেকটা ভাষা শিখতে ঐ ভাষার শব্দার্থ বেশি করে শেখা উচিত। 
তবে মনে রাখবেন শব্দার্থ মুখস্ত করতে গেলে দেখবেন, কোন ভাবেই মনে থাকতে চাইবে 
না। এর থেকে পরিত্রাণ পেতে হলে, মুখস্থ করার সময় একটু উচ্চ শব্দে মুখস্থ করবেন। 
অন্তত এমন শব্দে পড়া উচিত, যাতে করে পড়ার শব্দটা আপনার নিজের কান পর্যন্ত যায়। 
আর বেশি বেশি লিখতে হবে। তারপর, গ্রামার শিখবেন আর প্রয়োগ করবেন। তখন 
দেখবেন একটা অভ্যাসে পরিনত হয়ে গেছে। আর মুখস্থও তারাতারি হচ্ছে এবং মনেও 
থাকতেছে। শব্দার্থের পরিক্ষা গুলো বেশি বেশি দিবেন। তাহলে নিজের উপর আত্নবিশ্বাস 
বেড়ে যাবে।
পরবর্তি অধ্যায় গুলোতে আমি বিষয় ভিত্তিক এবং টেক্সট বুকের অধ্যায় ভিত্তিক শব্দার্থ 
দিব। যাতে করে আপনাদের পড়তে সুবিধা হয়। তাছাড়াও আপনাদের প্রত্যেকের কাছে 
কোরিয়ান থেকে বাংলায় অনুবাদ করা শব্দার্থ ভান্ডার, অভিধান (ডিকশনারী) কিনে রাখতে 
হবে।

এই অধ্যায়ের শব্দার্থ সমুহঃ

껍질 = খোল/খোসা = Shell
까지 = পর্যন্ত = Until
떠나다 = ছেড়ে যাওযা = Leave
뜨다 = ভাসা = Float
아저씨 = চাচা = Uncle
꼭 = অবশ্যই = Of course
꿈 = স্বপ্ন = Dream
꼬리 = লেজ = Tail
따다 = সংগ্রহ করা = Collect
노동자 = শ্রমিক = Labour
년 = বছর = Year
어깨 = কাধ = Shoulder
어부 = জেলে = Fisherman
내리다 = নামা = Get down
냄새 = গন্ধ = The smell
너무 = খুব = Very
내일 = আগামীকাল = Tomorrow
끌다 = টানা = Drawn
끝 = সমাপ্ত = Finished
끈 = রশি = Strings
낮 = দিন = Day
아프다 = ব্যাথা করা = Pain
알 = ডিম = Egg
노래 = গান = Song
깨지다 = ভেঙ্গে যাওয়া = Chip

6 comments:

  1. alhamdulillah ei porjonto 1theke10 porjonto joto gula exam dichi sobgulote 50/100 number peyechi.insha allah samneo sob exame valo result korbo.apnar jonno dowa roilo.apnr kacheo dowa chai..allah hafez..

    ReplyDelete
  2. আলহামদুলিল্লাহ।

    ReplyDelete
  3. আলহামদুলিল্লাহ।
    48/50

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. আলহামদুলিল্লাহ Exam 10,, 50/50
    I am From Narsingdi

    ReplyDelete