Vocabulary Exam- 07 - Multi language center- Bogura.

2020/02/11

Vocabulary Exam- 07


7 নাম্বার অনুবাদ (Translation) এর এই অধ্যায়ের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ শব্দার্থ গুলোর দ্বারা অনুবাদ (Translation) দেওয়া আছে।
বেশি বেশি শব্দার্থ মুখস্থ করাটা, ভাষা শিক্ষার মুল মন্ত্র। এই অধ্যায়ের অনুবাদ (Translation) গুলো মনোযোগ সহকারে মুখস্থ করুন।
কোরিয়ান ভাষা শুধু নয়, প্রত্যেকটা ভাষা শিখতে ঐ ভাষার অনুবাদ (Translation) বেশি করে শেখা উচিত। তারপর, গ্রামার শিখবেন আর প্রয়োগ করবেন। তখন দেখবেন একটা অভ্যাসে পরিনত হয়ে গেছে। আর মুখস্থও তারাতারি হচ্ছে এবং মনেও থাকতেছে। অনুবাদ (Translation) পরিক্ষা গুলো বেশি বেশি দিবেন। তাহলে নিজের উপর আত্নবিশ্বাস বেড়ে যাবে। খুব তারাতারি কথাও বলতে পারবেন।
পরবর্তি অধ্যায় গুলোতে আমি বিষয় ভিত্তিক এবং টেক্সট বুকের অধ্যায় ভিত্তিক শব্দার্থ দিব। যাতে করে আপনাদের পড়তে সুবিধা হয়। তাছাড়াও আপনাদের প্রত্যেকের কাছে কোরিয়ান থেকে বাংলায় অনুবাদ করা শব্দার্থ ভান্ডার, অভিধান (ডিকশনারী) কিনে রাখতে হবে।

এই অধ্যায়ের অনুবাদ (Translation) সমুহঃ

안녕 하세요 ---- সম্ভাষণ,সালাম,নমস্কার ---- Good day
감사 합니다 ---- ধন্যবাদ ---- Thank yo
만나서 반갑습니다 ---- দেখা হয়ে,খুশি হলাম ---- Nice to meet you
어서오세요 ---- স্বাগতম ---- Welcome
알아요 ---- জানি ---- I know
몰라요 ---- জানি না ---- I don't know
열심히 하세요 ---- মনোযোগ সহকারে করুন ---- Do it carefully
오랜만 입니다 ---- অনেক দিন পরে দেখলাম ---- I saw a long time later
재미 있어요 ---- মজা আছে ---- Have fun
실례 합니다 ---- মাফ করবেন ---- Excuse me
안녕히 가세요 ---- ভালো ভাবে যান ---- Goodbye
안녕히 계세요 ---- ভাল থাকুন ---- Be good
잘 자요 ---- শুভ রাত্রি ---- Good night
밥 먹었어요 ---- ভাত খেয়েছো ---- Did you eat
어디에 가요 ---- কোথায় যাও ---- Where are you going
조심 하세요 ---- সাবধানে করেন ---- Please be careful
맛 있어요 ---- স্বাধ আছে ---- Tasty
도와 주세요 ---- সাহায্য করুন ---- Help
내일 봐요 ---- কাল দেখা হবে ---- See you tomorrow
화장실에 가요 ---- বাতরুমে যাবো ---- Go to the bathroom
재미 없어요 ---- মজা নাই ---- Not funny
맛 없어요 ---- স্বাধ নাই ---- No taste

8 comments:

  1. স্যার আপনি কি অনলাইনে ক্লাস করান? আমি অনলাইনে শিখতে চাচ্ছিলাম।

    ReplyDelete
  2. Alhamdulillah 90/100
    I am From Narsingdi

    ReplyDelete
  3. আলহামদুলিল্লাহ ১০০ তে ৯৫ পেয়েছি।
    নরসিংদী থেকে বলছি স্যার।

    ReplyDelete
  4. Sar questions kisu ki bul royese

    ReplyDelete
  5. Sorry amer porai bul royese

    ReplyDelete