Vocabulary Exam- 02 - Multi language center- Bogura.

2020/02/11

Vocabulary Exam- 02


2 নাম্বার শব্দার্থের এই অধ্যায়ের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ শব্দার্থ গুলো দেওয়া আছে।

বেশি বেশি শব্দার্থ মুখস্থ করাটা, ভাষা শিক্ষার মুল মন্ত্র। এই অধ্যায়ের শব্দার্থ গুলো মনোযোগ সহকারে মুখস্থ করুন।

কোরিয়ান ভাষা শুধু নয়, প্রত্যেকটা ভাষা শিখতে ঐ ভাষার শব্দার্থ বেশি করে শেখা উচিত। তবে মনে রাখবেন শব্দার্থ মুখস্ত করতে গেলে দেখবেন, কোন ভাবেই মনে থাকতে চাইবে না। এর থেকে পরিত্রাণ পেতে হলে, মুখস্থ করার সময় একটু উচ্চ শব্দে মুখস্থ করবেন। অন্তত এমন শব্দে পড়া উচিত, যাতে করে পড়ার শব্দটা আপনার নিজের কান পর্যন্ত যায়। আর বেশি বেশি লিখতে হবে। তারপর, গ্রামার শিখবেন আর প্রয়োগ করবেন। তখন দেখবেন একটা অভ্যাসে পরিনত হয়ে গেছে। আর মুখস্থও তারাতারি হচ্ছে এবং মনেও থাকতেছে। শব্দার্থের পরিক্ষা গুলো বেশি বেশি দিবেন। তাহলে নিজের উপর আত্নবিশ্বাস বেড়ে যাবে।
পরবর্তি অধ্যায় গুলোতে আমি বিষয় ভিত্তিক এবং টেক্সট বুকের অধ্যায় ভিত্তিক শব্দার্থ দিব। যাতে করে আপনাদের পড়তে সুবিধা হয়। তাছাড়াও আপনাদের প্রত্যেকের কাছে কোরিয়ান থেকে বাংলায় অনুবাদ করা শব্দার্থ ভান্ডার, অভিধান (ডিকশনারী) কিনে রাখতে হবে।

এই অধ্যায়ের শব্দার্থ সমুহঃ
보다 = দেখা = Look
하다 =  করা = Do
코 =  নাক = Nose
크다 =  বড় = Big
나이 =  বয়স = Age
배우다 =  শেখা = Learn
가다 =  যাওয়া = Go
타다 =  চড়া = Ride
머리 =  মাথা = Head
자다 =  ঘুমানো = Sleep
여자 = মহিলা = Woman
요리 =  রান্না = Cooking

38 comments:

  1. Sir apnar class gulo korte onek valo lage

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ । মনোযোগ সহকারে ক্লাস গুলো করবেন ।

      Delete
  2. Sir Ami apnar ekjon niomito student,amar ebar lottery te nam esacha
    Sir Ami khub vlokore Korea vasha ropto korte chai . please help me sir

    ReplyDelete
    Replies
    1. আমার ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো খুব মনোযোগ সহকারে দেখুন। দৈনিক একটা করে দেখবেন । বেশি দেখলে ভুলে যাবেন। তাহলেই পারবেন ইনশাআল্লাহ্

      Delete
    2. Sir aponar calss golo asadaron thank you sir Ami exam a 50/50 pise

      Delete
  3. স্যার আমি ৫০ পাইছি

    ReplyDelete
  4. 50 তো পেয়েছি। কিন্তু উচ্চারণে সমস্যা।

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. thanks Sir for this helpful calls

    ReplyDelete
  7. আপনাকে অসংখ্য ধন্যবাদ, স্যার। আপনি সত্যিই খুবই আন্তরিকতার সাথে ক্লাসগুলো নিয়ে থাকেন।
    প্রথমবার পরিক্ষা দিয়েই ৫০/৫০ পেয়েছি স্যার।

    ReplyDelete
  8. Sir amr bujte khub khub subida hocce thanks sir🖤

    ReplyDelete
  9. 배우다 শব্দটি তে (ㅐ)এই শব্দ টা কি নামে উচ্চারণ হবে এটা একটু বুঝিয়ে দিলে ভাল হতো স্যার 🙏

    ReplyDelete
  10. Very Help Full System

    ReplyDelete
  11. আলহামদুলিল্লাহ
    ৫০/৫০
    আপনার এ গুলো যেন এক অমূল্য সম্পদ
    আমি কোনো কোচিং এ ভর্তি হয়নি। যারা হয়েছে ১ মাস হলো। তারা যা শিখতেছে। তা আমি আাপনার বেসিক ৮ টি ক্লাস করে আত্মবিশ্বাসের সাথে ভাল শিখছি। ইনশাআল্লাহ
    মন থেকে দোয়া আাপনার জন্য সর্বদা।
    একটা অনুরোধ ছিল।
    biplobkhan33338@gmail.com

    ReplyDelete
  12. আসসালামু আলাইকুম স্যার!
    বিশেষ করে আপনার মতো একজন শিক্ষক পাবো তাও অনলাইনে সেটা আমার এবং আমাদের ভাগ্যের ব্যাপার💞💞💞 স্যার আমি আজকে ১ সাপ্তাহ হবে আপনার ক্লাসের নতুন শিক্ষার্থী! আমি ইনশাআল্লাহ, রিডিং পড়তে পারি এবং কিছু কিছু নতুন শব্দ তৈরির চেষ্টা করতেছি!
    স্যার আমার একটাই প্রশ্ন আপনার কাছে? প্লিজ দয়া করে উওর দিয়েন!
    আপনার ক্লাস গুলো সম্পূর্ণ করার পর কি কোরিয়ার পরিক্ষার জন্য যথেষ্ট হবে?
    প্লিজ স্যার মনে কষ্ট নিয়েন না,বদদোয়া দিয়েন না!
    আমার শুধু এই প্রশ্নের উওর টা চাইযে,আমি কি আপনার সকল ক্লাস সম্পূর্ণ করার পর পরিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হতে পারবো???

    ReplyDelete
    Replies
    1. ইনশাআল্লাহ,

      Delete
  13. আসসালামু আলাইকুম

    ReplyDelete
  14. প্রিয় Rezowan স্যার,
    কুরিয়ার ভাষা শেখার জন্য,
    প্রথমেই আপনার ক্লাস দিয়ে শুরু করেছি, ইউটিউবে আরো অনেক ক্লাস রয়েছে, তবে আপনার অমায়িক হাসিমাখা মুখের ক্লাসটা
    খুবই ভালো লাগে 💞,,
    সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছি,,

    ReplyDelete
  15. স্যার ক্লাস এর সাথে মিল রেখে আমি কোন বই টা পড়তে পারি একটু জানতে পারলে আমার জন্য আর একটু হেল্প হতো সাথে আপনার শব্দার্থ গুল ভালো ভাবে উচ্চারন করে পড়তে পারলে আমার জন্য সহজ হবে ।

    ReplyDelete
  16. মন থেকে দোয়া রইলো স্যার❤️ আপনার সব ভিডিও গুলো ধারাবাহিক ভাবে দেখতেছি দোয়া করবেন।

    ReplyDelete
  17. ৪৫ পেয়ে গেলাম

    ReplyDelete
  18. আসসালামুআলাইকুম, বড় এবং নাক এর কোরিয়ান উচ্চারণ টা কেউ বলে দিলে উপকৃত হতাম

    ReplyDelete