Textbook (Old) Download links. - Multi language center- Bogura.

2020/02/16

Textbook (Old) Download links.


টেক্সট বুকের বিবরণঃ
টেক্সট বুকের এই বইটি (পুরাতন ভার্ষন), এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপাতত এখনে থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে থাকুন। যেহেতু টেক্সট বুকের (নতুন ভার্ষন) এর ব্যসিক বিষয় গুলোর পরিবর্তন হবে না। যেমন, গল্প, ইপিএস টপিকের প্রশ্ন গুলো, এগুলোর পরিবর্তন না হওয়ারই কথা। হয়তবা, নতুন কিছু সংযোজন করতে পারে। 
পরিবর্তন হোক, আর না হোক আপনারা এই বইটি ডাউনলোড করে পড়াশোনা চালিয়ে যাইতে পারেন। পরবর্তিতে নতুন আপডেট হওয়া টেক্সট বুকের পুরা কোর্স দিয়ে দিব ইনশাআল্লাহ। এই ওয়েব সাইটে থাকবে। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলেও ভিডিও আকারে দেওয়া থাকবে। আমার ইউটিউব চ্যানেলে যাইতে এখানে ক্লিক করুন 


কিভবে পড়বেনঃ

ব্যাসিক (Basic)
আপনারা সবাই বইটি ডাউনলোড করার আগেই হয়তবা কোরিয়ান ভাষার ব্যাসিক কোর্স শেষ করেছেন। আর যারা এখনো করতে পারেন নাই তারা আমার ইউটিউব চ্যালেনে গিয়ে ব্যাসিক কোর্সটি করতে পারবেেন। ব্যাসিকের পুরা কোর্স আমি দিয়ে রাখছি, আমি আশা করি আপনাদের ভাল লাগবে। বিশেষ করে নতুনদের জন্য খুবই উপকার হবে। পাশাপাশি পুরাতনদেরকেও আমন্ত্রন জানাচ্ছি আমার ব্যাসিক কোর্সে। ব্যাসিকের পুরা কোর্সটি পেতে এখানে ক্লিক করুন 

গ্রামার (Grammar)
প্রত্যেকটা ভাষা শিখতে গেলে ঐ ভাষার গ্রামার জানতেই হবে। কোরিয়ান ভাষার ক্ষেত্রেও ব্যাতিক্রম নয়। তবে, মজার বিষয়টা হলো, কোরিয়ান ভাষার বাক্য গঠন এবং বাংলা ভাষার বাক্য গঠন মোটামুটি একই নিয়মে হয়ে থাকে। তাই অন্যান্য ভাষা শিখতে গেলে যতটা কষ্ট করতে হয়, কোরিয়ান ভাষা শিখতে গেলে ততটা কঠিন হয় না। আমার ইউটিউব চ্যনেলে অনেক গুরুত্বপুর্ণ এবং বহুল ব্যাবহ্নত গ্রামার গুলো ভিডিও আকারে দেওয়া আছে। এই ওয়েব সাইটেও গ্রামারের ক্লাস গুলো লিখিত আকারে বিস্তারিত দেওয়া থাকবে। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলেও ভিডিও আকারে দেওয়া থাকবে। আমার ইউটিউব চ্যানেলে গ্রামারের পুরা কোর্স পেতে এখানে ক্লিক করুন


শব্দার্থ (Vocabulary)
কোরিয়ান ভাষা শুধু নয়, প্রত্যেকটা ভাষা শিখতে ঐ ভাষার শব্দার্থ বেশি করে শেখা উচিততবে মনে রাখবেন শব্দার্থ মুখস্ত করতে গেলে দেখবেন, কোন ভাবেই মনে থাকতে চাইবে না। এর থেকে পরিত্রাণ পেতে হলে, মুখস্থ করার সময় একটু উচ্চ শব্দে মুখস্থ করবেন। অন্তত এমন শব্দে পড়া উচিত, যাতে করে পড়ার শব্দটা আপনার নিজের কান পর্যন্ত যায়। আর বেশি বেশি লিখতে হবে। তারপর, গ্রামার শিখবেন আর প্রয়োগ করবেন। তখন দেখবেন একটা অভ্যাসে পরিনত হয়ে গেছে। আর মুখস্থও তারাতারি হচ্ছে এবং মনেও থাকতেছে
আমি টেক্সট বুকের প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা শব্দার্থ দিয়ে রাখব। আপনারা শুধু মুখস্থ করবেন। আর এই শব্দার্থ গুলোর লিসিনিং আকারে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখব ইনশাআল্লাহ। আমার ইউটিউব চ্যানেলে গ্রামারের পুরা কোর্স পেতে এখানে ক্লিক করুন 


টেক্সট বুক (Textbook)
ব্যাসিকটা মোটামুটি ভাল ভাবে শিখতে পারলে, টেক্সট বুকটা সহজেই বুঝতে পারবেন। টেক্সট বুকের 1-5 নাম্বার অধ্যায় পর্যন্ত অক্ষর, রিডিং পড়ার অনুশিলন এবং কিছু কোরিয়ানদের রীতিনিতীর বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে। 6 নাম্বার অধ্যায় থেকে ইপিএস টপিকের লিসেনিং এবং রিডিং প্রশ্ন শুরু হয়েছে। আপনাদের কোচিং সেন্টারের স্যারেরা যেইভাবে লেসন প্লান তৈরী করে আপনাদের শেখাবে। আপনারা সেইভাবেই শিখবেন। কারন, প্রত্যেক শিক্ষকের শিক্ষা দানের পদ্ধতি আলাদা আলাদা হয়ে থাকেতবে আমি বলব প্রত্যেক দিন সম্ভব হলে দুইটা, নাহলে অন্তত একটা করে অধ্যায় শেষ করবেন। যত অপরিত শব্দার্থ থাকবে, সবগুলো মুখস্থ করতে করতে আগাতে থাকবেন। এক সময় দেখবেন সব শব্দার্থই পরিচিত মনে হচ্ছে। মনে রাখবেন, শব্দার্থ যার যত বেশি মুখস্থ থাকবে। সে টেক্সট বুক, তথা ইপিএসের পরিক্ষা, এমনকি কোরিয়াতেও অনেক দাম পাবে
টেক্সট বুকের লিসেনিং এর অধ্যায়ে মোটামুটি সবারই কঠিন লাগে। তবে আমার দেখানো নিয়ম অনুযায়ী পড়লে, আশা করি কারো সমস্যা হবার কথা নয়। 
টেক্সট বুকটা এই সাইটে বাংলা অনুবাদসহ দিয়ে রাখব। আর আমার ইউটিউব চ্যানেলে টেক্সট বুকের ক্লাস বিস্তারিত ভিডিও আকারে দেওয়া আছে। আমার ইউটিউব চ্যানেলে গ্রামারের পুরা কোর্স পেতে এখানে ক্লিক করুন 



বিঃ দ্রঃ মডেল টেষ্ট পরিক্ষা এই সাইটেই দেওয়া হবে


3 comments:

  1. sir old book ta amar lagto kivaabe pabo

    ReplyDelete
  2. Thanks sir ....I need your your help very much for learning Hangul or korean language .....please sir you upload new videos in daily basis

    ReplyDelete