০১ নং অধ্যায়ঃ-
আগের সেল্ফ স্টাডি টেক্সটবুকটিতে যেই সালাম বা সম্ভাষণের অধ্যায় ছিল। এই নতুন টেক্সটবুকটিতে ওই গল্প গুলোর পাশাপাশি আরোও অনেক কিছু যুক্ত হয়েছে। আগে সংক্ষিপ্ত আকারে থাকলেও এখন নতুন এই টেক্সটবুকে প্রত্যেক বিষয়ের বিস্তারিত আকারে আলোচনা করা হয়েছে।
আপনার করণীয়ঃ-
এই অধ্যায়ে সালাম বা সম্ভাষণের বিষয়ে আলোডনা করা হয়েছে। আপনাদের উচিৎ মনোযোগ সহকারে এই অধ্য়ায়ের পড়া গুলোকে আয়ত্ব করা। কারণ, কোরিয়ানদের মধ্যে এই সালাম বা সম্ভাষণের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনার সাথে কোন কোরিয়ানের প্রথম পরিচয়েই আপনার বয়স জিজ্ঞেস করবে। কারণ, আপনাকে সে কিভাবে সন্মান জানাবে সেটা প্রথমে তারা নির্ধারণ করে। আর এই জন্যই তারা প্রথমে আপনার বয়স জিজ্ঞেস করবে। আর এই বয়স জিজ্ঞেল করার বিষয়টি অনেক বিদেশিরা পছন্দ করে না।
করণীয়ঃ-
১) এখানে আপনার প্রথম করণীয়, এই অধ্যায়ের সব শব্দার্থ গুলোকে ভালো ভাবে মুখস্থ করে নেওয়া।
২) বেশ কয়েক বার শব্দার্থ গুলোকে খাতায় লেখা। এবং কোরিয়ান শব্দের বানান গুলো ঠিক আছে কিনা সেটা পরিক্ষা করা।
৩) গল্প ১ ও ২ ভাল ভাবে পড়ে, তার অডিও গুলোকে শুনা। বেশ কয়েকবার শুনতে হবে যাতেকরে, ওই শব্দ গুলোকে কিভাবে উচ্চারণ করে সেটা যেন আয়ত্ব হয়।
৪) সংস্কৃতি বা তথ্য গুলোকে পড়ার সময় গুগল ট্রান্সেলেটর ব্যাবহার না করে। একজন বড় ভাই বা বন্ধু যে কোরিয়ান ভাষা ভাল পারে। তার কাছে থাকে সাহায্য নিতে হবে। অথবা ভাল কোন শিক্ষকের শরণাপন্ন হতে পারেন।
৫) এর পরে ইপিএস টপিকের রিডিং এর প্রশ্ন গুলোকে ভাল ভাবে পড়ে, লিসেনিং-এ পার হবেন।
৬) লিসেনিং এর স্ক্রিপটা নিচের অংশে পাবেন। সেখান থেকে ভাল করে পড়ে নিয়ে তারপরে অডিও শুনবেন। লিসেনিং শুনার সময় উচ্চারণ গুলোকে ঠিক মত আয়ত্ব করবেন। এবং লিসেনিং এর অডিও গুলো বার বার শুনবেন।
এই একই নিয়মে প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে। আমার ইউটিউব চ্যানেল ( Korea vs Bangla TV )- তে এই ক্লাস গুলির ভিডিও তৈরী করে দেওয়া আছে। বার বার দেখে আয়ত্ব করে, ওই অধ্যায়টাকে কতটুকু আয়ত্ব করতে পারলেন। সেটা পরিক্ষা করার জন্য আমার এই ওয়েব সাইটে অধ্যায় ভিত্তিক পরিক্ষার ব্যবস্থা করা থাকবে। আপনারা এখানে এসে পরিক্ষা দিবেন।
জানিনা আমি আপনাদের কতটুকু উপকার করতে পারতেছি। তবে একটুও যদি উপকার হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।
No comments:
Post a Comment