কোরিয়াতে প্রত্যেক শ্রমিকের নূন্যতম বেতন কাঠামো নির্ধারণ করা থাকে। কোরিয়ার সরকার প্রত্যেক বছরে এই নূন্যতম বেতন কাঠামো পরিবর্তন করে। আর এই বিষয় গুলো বিভিন্ন প্রচার মাধ্যমে সকলের কাছে পৌছে দেওয়া হয়। এতে করে কোন শ্রমিককে, কোন মালিক বেতন বা ভাতায় কম দিতে না পারে। এই অধ্যায় থেকে বেতন ভাতার বিবরণী কিভাবে চেক করতে হয়, সেইটা জানতে পারবেন।
এছাড়াও বেতন ভাতার কত ভাগ টেক্স এবং ভ্যাট প্রদান করতে হবে, সেগুলোও এখান থেকে জানতে পারবেন। আর সেই অনুযায়ী আপনার বেতন ভাতার ঠিক আছে কি নাই এগুলো চেক করতে পারবেন। এই বেতন ভাতার হিসেব জানাটা, কোরিয়ার কর্ম জিবনে সব থেকে গুরুত্ব বিষয়। সুতরাং এই সম্পর্কে জ্ঞান থাকাটা খুবই জরুরী।
No comments:
Post a Comment