2022/10/17

#Self_Study_Textbook (Read Only) Part- 42


এই অধ্যায় থেকে যা যা শিখবেনঃ- 

প্রথম অবস্থায় কোরিয়াতে গিয়ে, মোশিন চালানোর কাজ পাবেন এমনটি নাও হতে পারে। প্রথমে একটু কষ্টের কাজ পাবেন এটাই স্বাভাবিক। এই রকম মন মানুষিকতা নিয়েই করিয়াতে যাওয়া উচিত। পরে যখন কাজ শিখে যাবেন তখন অবশ্যই মেশিন অপারেটর হিসেবে কাজ করতে পারবেন।

সেই জন্যই মেশিন চালানোর পদ্ধতি, কাজের বর্ণনা, মেশিন চালানো, প্যাকেটিং সহ ম্যানুফ্যাকচারিংএর সকল কাজ সম্পর্কে ধারণা থাকা জরুরী। আর এই অধ্যায় থেকে এই সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবেন। তাই মনোযোগ সহকারে এই অধ্যায়টি পড়ুন, এবং মনে রাখার চেষ্টা করুন।


No comments:

Post a Comment