2022/10/16

#Self_Study_Textbook (Read Only) Part- 40


এই অধ্যায় থেকে যা যা শিখবেনঃ- 

পৃথিবীর প্রত্যেকটা দেশেই কম বেশি যৌন হয়রানির মত ঘৃন্নিত অপরাধ সংঘটিত হয়ে থাকে। তেমনিই কোরিয়াতেও এর ব্যাতিক্রম নয়, তবে এখানকার চিত্র একটু ভিন্ন। এখানে যৌন হয়রানি মূলক কোন অপরাধ করলে, আইনের হাত থেকে রক্ষা পাওয়া অসম্ভব। ভুক্তভুগী কোরিয়ান কিম্বা বিদেশী যেই হোক না কেন, সে চাইলে কোরিয়ান সরকার তার বিচার নিশ্চিত করে থাকে।

কোরিয়াতে কোন কোন আচরণ যৌন হয়রানীর মধ্যে পরে, সেগুলোর বিস্তারিত এখান থেকে জানতে পারবেন। আর এই ধরণের অপরাধের শিকার হলে আপনার করণীয় কি, এই সব কিছু এই অধ্যায় থেকে জানতে পারবেন।


No comments:

Post a Comment