![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhV-IRTLOnvleFeMzUtmOOUahYwSChpzYZndXfS4tpD88pzZi7WVMt4mhm0olD7kEom3V0uY_3ylTo2zCREKvZ2qRmwV2D_llXhfkdOfRs1z4IHQOGUlUvT_gJdOtzE7ybT_9nS7a-Upqpi49dgkkJTMMqCeNqjfCcRqY8yrgS4TQvOuwzjMGu2KkKq/s280/Sub-Category%20book%20Food%20Related,%20For%20Special%20CBT..jpg)
সাব- ক্যাটাগরী কিঃ-
স্পেশাল সিবিটির সকল পরিক্ষার্থীদের অঘোষিত টেক্সটবুকের পাশাপাশি সাব- ক্যাটাগরী হিসেবে সর্বোমোট আটটি শিল্পের কাজের আঙ্গিকে বই নির্ধারিত করেছে। তাছাড়াও, এই বইগুলো প্রত্যেক পরিক্ষার্থীকে অবশ্যই পরতে হবে। সবাই নিজ নিজ শিল্পের ধরণ অনুযায়ী সাব- ক্যাটাগরী নির্ধারণ করবেন। যদি কারো ভূল করে অন্য কোন সাব- ক্যাটাগরী এইচ,আর,ডি কোরিয়া কতৃক প্রেরণ করে, তবে বিচলিত হবার কিছু নেই। রেজিস্ট্রেশনের সময় আপনি নিজের পছন্দের সাব- ক্যাটাগরীর বিষয় নির্ধারণ করতে পারবেন। তারপরেও ভূল হয়ে গেলে, পরিক্ষার হলেও পরিক্ষা পরিচালকদের বললে পাল্টে দিতে পরবে।
No comments:
Post a Comment