2022/07/08

#Self_Study_Textbook (Read Only) Part- 9


এই অধ্যায় থেকে যা যা শিখতে পারবেনঃ-

এই অধ্যায়ে পারিবারিক সম্পর্কের নাম গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। খুবই গুরুত্বের সহিত এই শব্দ বা নাম গুলো মুখস্থ করবেন। কারণ, সামনের অধ্যায় গুলোতে এগুলোর ব্যবহার পাবেন। এবং কোরিয়াতে যাওয়ার পরেও এগুলো হরহামেশায় কাজে লাগবে।

গ্রামার অংশঃ-

এই অধ্যায়ের গ্রামার অংশে 하고, 에 (장소) বা স্থান বাচক  এর ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। এই গ্রামার গুলো বইতে পড়ে যদি পরিস্কার ভাবে বুঝতে না পারেন। তাহলে আমার ইউটিউব চ্যানেল (Korea vs Bangla TV) তে গিয়ে গ্রামারের প্লে লিস্টের ভিতর থেকে ভিডিওটি খুজে দেখতে পারেন। আশা করি ভালো ভাবেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ্

সংস্কৃতিঃ-

কোরিয়াতে গেলে দেখতে পারবেন, তাদের সংস্কৃতিতে প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা আলাদা রীতি নীতির প্রচলন আছে। এবং এই নিয়ম কানুন গুলো তারা পালন করে থাকে। এই অধ্যায় থেকে আপনারা কাথা বলার সময় বিনিত ভাষা এবং অবিনিত ভাষার ব্যবহার সম্পর্কে ধারণা পাবেন। কাদের সাথে কথা বলার সময় উচ্চ ভাষা (বিনিত) ব্যবহার করবেন। আর কাদের সাথে কথা বলার সময় নিচু ভাষা (অবিনিত) ব্যবহার করতে পারবেন। এই সকল বিষয়ে এখান থেকে মোটামুটি ধারণা পাবেন

শব্দার্থঃ-

এখান থেকে পারিবারিক সম্পর্ক গুলোর নাম, বাহ্যিক চেহারা, এবং ব্যক্তিত্ব নিয়ে কিছু শব্দার্থ দেওয়া আছে। শব্দার্থ গুলো সঠিক ভাবে উচ্চারণ করে মুখস্থ করবেন। তাছাড়া, লিসেনিং পরীক্ষায় ভাল ফলাফল হবে না। মুখস্থ করার সময় মনে মনে পড়বেন না। অন্তত পক্ষে এতটা শব্দ করে মুখস্থ করবেন, যাতে করে আপনার উচ্চারণের শব্দটা আপনার কান পর্যন্ত পৌছে। তা নাহলে শব্দার্থ মুখস্থ করবেন ঠিকই, কিছুক্ষণ পরেই ভুলে যাবেন।


No comments:

Post a Comment