2020/10/04

Korean Language Model Test- 08

বেশি বেশি লিখতে হবে, লেখার বিকল্প নেই। মনে রাখবেন, যত বেশি লিখবেন মুখস্থ করাটা তত সহজ হবে। তবে লেখার সময় শব্দের বানানের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। লিখবেন আর মুখে উচ্চারন করবেন। তাহলে মুখের জরতাটাও কেটে যাবে। আপনারা দেখবেন এখানে অনেক কিছুই বই এর মধ্যে থেকেই আমি প্রশ্নের নিয়ে এসে উত্তরটা কে পাল্টে দিয়েছি। আর এই ভাবেই ফাইনাল পরীক্ষার প্রশ্ন গুলা আসবে। বইয়ের মধ্যে থেকেই আসে কিন্ত এরকম ওল্টা-পাল্টা করে দেওয়ার কারণে আমরা বুঝতে পারিনা। আসলে পরীক্ষার এই প্রশ্নটা কোথা থেকে এসেছে তখন এটাই খুজে পাই না।  তাই আমরা বাইরে এসে বলি যে বইয়ের বাহির থেকে প্রশ্ন আসছে।  আসলে বইয়ের ভেতর থেকেই প্রশ্নগুলো আসে কিন্ত এইভাবে পরিবর্তন করে নতুনভাবে সাজিয়ে পরীক্ষায় দেওয়া হয়।

12 comments:

  1. সাবমিট হল না কেন?কি সমস্যা বুঝতে পারছি না। কেউ সাহায্য করুন।

    ReplyDelete
  2. সাবমিট হল না কেন?কি সমস্যা বুঝতে পারছি না। কেউ সাহায্য করুন।

    ReplyDelete
  3. সাবমিট হয় না কেন?

    ReplyDelete
  4. sir. 8 no model test ses er porer gula din pls.

    ReplyDelete
  5. সাবমিট হচ্ছে না কেন?

    ReplyDelete