01-05 নাম্বার শব্দার্থের সাপ্তাহীক পরিক্ষার (Weekly Exam ) এই অধ্যায়ের ভিতরে
খুবই গুরুত্বপূর্ণ শব্দার্থ গুলো দেওয়া আছে।
বেশি বেশি শব্দার্থ মুখস্থ করাটা, ভাষা শিক্ষার মুল মন্ত্র। এই অধ্যায়ের শব্দার্থ গুলো
মনোযোগ সহকারে মুখস্থ করুন।
কোরিয়ান ভাষা শুধু নয়, প্রত্যেকটা ভাষা শিখতে ঐ ভাষার শব্দার্থ বেশি করে শেখা উচিত।
তবে মনে রাখবেন শব্দার্থ মুখস্ত করতে গেলে দেখবেন, কোন ভাবেই মনে থাকতে চাইবে
না। এর থেকে পরিত্রাণ পেতে হলে, মুখস্থ করার সময় একটু উচ্চ শব্দে মুখস্থ করবেন।
অন্তত এমন শব্দে পড়া উচিত, যাতে করে পড়ার শব্দটা আপনার নিজের কান পর্যন্ত যায়।
আর বেশি বেশি লিখতে হবে। তারপর, গ্রামার শিখবেন আর প্রয়োগ করবেন। তখন
দেখবেন একটা অভ্যাসে পরিনত হয়ে গেছে। আর মুখস্থও তারাতারি হচ্ছে এবং মনেও
থাকতেছে। শব্দার্থের পরিক্ষা গুলো বেশি বেশি দিবেন। তাহলে নিজের উপর আত্নবিশ্বাস
বেড়ে যাবে।
পরবর্তি অধ্যায় গুলোতে আমি বিষয় ভিত্তিক এবং টেক্সট বুকের অধ্যায় ভিত্তিক শব্দার্থ
দিব। যাতে করে আপনাদের পড়তে সুবিধা হয়। তাছাড়াও আপনাদের প্রত্যেকের কাছে
কোরিয়ান থেকে বাংলায় অনুবাদ করা শব্দার্থ ভান্ডার, অভিধান (ডিকশনারী) কিনে রাখতে
হবে।
এই শব্দার্থের সাপ্তাহীক পরিক্ষার (Weekly Exam ) শব্দার্থ সমুহঃ
아이 = শিশু = Children
오이 = শশা = Cucumber
아우 = ভাই = Younger brother
여우 = শিয়াল = Fox
이유 = কারন = Reason
우유 = দুধ = Milk
유아 = শিশু = Child
여유 = অবসর-বিনোদন = Relaxation
이 = এই, দুই, দাঁত = This, Two, Teeth
오 = পাঁচ = Five
야 = এই শোন (তুই) = Hey
오아오 = কি দারুন = wow
보다 = দেখা = Look
하다 = করা = Do
코 = নাক = Nose
크다 = বড় = Big
나이 = বয়স = Age
배우다 = শেখা = Learn
가다 = যাওয়া = Go
타다 = চড়া = Ride
머리 = মাথা = Head
자다 = ঘুমানো = Sleep
여자 = মহিলা = Woman
요리 = রান্না = Cooking
가지 = বেগুন = Purple
아버지 = পিতা = Father
나라 = দেশ = Country
고구마 = মিষ্টি আলু = Sweet potato
마루 = মেঝে = Floor
어제 = গতকাল = Yesterday
오후 = বিকেল = Afternoon
사자 = সিংহ = Lion
기차 = ট্রেন = Train
집 = বাড়ি = House
새 = পাখি = Bird
파리 = মাছি = Fly
누나 = বড়বোন = Elder sister
가다 = যাওয়া = Go
마루 = মেঝে = Floor
모자 = টুপি = Hat ,Cap
달 = চাঁদ, মাস = Month, Moon
잘 = ভাল = Good
도로 = রাস্তা = Road
말 = কথা = Talk
다리미 = ইস্ত্রী = Iron
도로 = রাস্তা = Road
침대 = বিছানা = Bed
베개 = বালিশ = Pillow
우리 = আমরা = We
가구 = আসবাবপত্র = Furniture
구두 = জুতা = Shoes
가수 = শিল্পি / গায়ক = Singer
나비 = প্রজাপতি = Butterfly
발 = পা = Foot
나무 = গাছ = Tree
나라 = দেশ = Country
어디 = কোথায় = Where
도시 = শহর = City
도자기 = ফুলদানী = Vase
노 = অগ্নিকুণ্ড = Furnace
Exam:11
ReplyDeleteMy score:48/50
পরবর্তীতে 50 এ 50 পাইতে হবে ।
Delete50
ReplyDeleteখুবই ভাল লাগল ।
DeleteListening ee pblem hoi sir ki korte pari
ReplyDeleteআমার ইউটিউব চ্যানেল থেকে টেক্সট বুকের কোর্স করেন। ইনশাআল্লাহ্ হয়ে যাবে ।
Deleteস্যার ট্রেক বুকের ক্লাস দেন
ReplyDeleteThanks sir 50 a 50 paici
ReplyDeleteখুবই ভাল লাগল ।
DeleteSir bangla bolte pare but ortho ta mone rakte onk problem hoi sir
ReplyDeleteস্যার আপনার ক্লাস গুলা আমার অনেক উপকার হয়েছে।৪০ অধ্যায় শেষ করেছি অনেক ধন্যাবাদ স্যার,
ReplyDelete48/50
ReplyDeleteসার আমি আপনার ক্লাস নিয়মিত করছি। আমার অনেক উপকার হচ্ছে। ধন্যবাদ সার।
ReplyDelete50
ReplyDeleteAlhamdulillah 50/50
ReplyDeleteI am From Narsingdi
48/50
ReplyDelete50/50
ReplyDeletesir 46/50
ReplyDelete