9 নাম্বার শব্দার্থের এই অধ্যায়ের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ শব্দার্থ গুলো দেওয়া আছে।
বেশি বেশি শব্দার্থ মুখস্থ করাটা, ভাষা শিক্ষার মুল মন্ত্র। এই অধ্যায়ের শব্দার্থ গুলো
মনোযোগ সহকারে মুখস্থ করুন।
কোরিয়ান ভাষা শুধু নয়, প্রত্যেকটা ভাষা শিখতে ঐ ভাষার শব্দার্থ বেশি করে শেখা উচিত।
তবে মনে রাখবেন শব্দার্থ মুখস্ত করতে গেলে দেখবেন, কোন ভাবেই মনে থাকতে চাইবে
না। এর থেকে পরিত্রাণ পেতে হলে, মুখস্থ করার সময় একটু উচ্চ শব্দে মুখস্থ করবেন।
অন্তত এমন শব্দে পড়া উচিত, যাতে করে পড়ার শব্দটা আপনার নিজের কান পর্যন্ত যায়।
আর বেশি বেশি লিখতে হবে। তারপর, গ্রামার শিখবেন আর প্রয়োগ করবেন। তখন
দেখবেন একটা অভ্যাসে পরিনত হয়ে গেছে। আর মুখস্থও তারাতারি হচ্ছে এবং মনেও
থাকতেছে। শব্দার্থের পরিক্ষা গুলো বেশি বেশি দিবেন। তাহলে নিজের উপর আত্নবিশ্বাস
বেড়ে যাবে।
পরবর্তি অধ্যায় গুলোতে আমি বিষয় ভিত্তিক এবং টেক্সট বুকের অধ্যায় ভিত্তিক শব্দার্থ
দিব। যাতে করে আপনাদের পড়তে সুবিধা হয়। তাছাড়াও আপনাদের প্রত্যেকের কাছে
কোরিয়ান থেকে বাংলায় অনুবাদ করা শব্দার্থ ভান্ডার, অভিধান (ডিকশনারী) কিনে রাখতে
হবে।
এই অধ্যায়ের শব্দার্থ সমুহঃ
하마 = জলহস্তী = Hippo
허리 = কোমর = Waist
버스 = বাস = Bus
아마 = সম্ভবত = Maybe
아니다 = না = No
쇼핑 = কেনাকাটা = Shopping
까치 = বাচাল = Magpie
꼬리 = লেজ = Tail
또 = আবার = Again
따다 = সংগ্রহ করা = Pick
오빠 = বড় ভাই = Brother
빵 = রুটি = Bread
아빠 = বাবা = Dad
예쁘다 = সুন্দর = Pretty
싸다 = সস্তা = Cheap
쓰레기 = আবর্জনা = Rubbish
쓰다 = লেখা = Write
짜다 = নোনতা = Salty
찌개 = ঝোল = Pottage
깨 = তিল = Sesame
빼다 = বাহির করা = Remove
빠르다 = দ্রুত = Fast
빨리 = তারাতারি = Quickly
깨긋한 = পরিচ্ছন্ন = Clean
씨 = সাহেব,সাহেবা = Sir
50
ReplyDeleteAlhamdulillah 50/50
DeleteSir ami 50/50 paisi 😍😍😍
ReplyDeleteSir ami o 50/50 paici🥰🥰🥰
ReplyDeleteAlhamdulillah 48/50
ReplyDeleteI From Narsingdi
স্যার আমি পরিক্ষা দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছি না তো
ReplyDeleteআসসালামু আলাইকুম স্যার আশা করি ভাল আছেন। আলহামদুলিল্লাহ সবগুলোর উত্তর দিয়েছি পঞ্চাশের মধ্যে 50 ই পেয়েছি। কিন্তু স্যার আমি একটা সমস্যা খেয়াল করেছি। আমি ২৪ ঘন্টার মধ্যে দেড় থেকে দুই ঘন্টার মত আপনার ক্লাস গুলো করতে পারি। এখন এই শব্দ অর্থগুলো মুখস্থ করতে আমার তিন দিনের মতো সময় লেগে যায়। যার কারনে আপনার ক্লাসগুলো আমি করতে পারছি না।
ReplyDeleteআলহামদুলিল্লাহ ৫০/৫০
ReplyDeleteখুব সুন্দর
ReplyDelete50
ReplyDelete50/50
ReplyDelete