5 নাম্বার শব্দার্থের এই অধ্যায়ের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ শব্দার্থ গুলো দেওয়া আছে।
বেশি বেশি শব্দার্থ মুখস্থ করাটা, ভাষা শিক্ষার মুল মন্ত্র। এই অধ্যায়ের শব্দার্থ গুলো
মনোযোগ সহকারে মুখস্থ করুন।কোরিয়ান ভাষা শুধু নয়, প্রত্যেকটা ভাষা শিখতে ঐ ভাষার শব্দার্থ বেশি করে শেখা উচিত।
তবে মনে রাখবেন শব্দার্থ মুখস্ত করতে গেলে দেখবেন, কোন ভাবেই মনে থাকতে চাইবে
না। এর থেকে পরিত্রাণ পেতে হলে, মুখস্থ করার সময় একটু উচ্চ শব্দে মুখস্থ করবেন।
অন্তত এমন শব্দে পড়া উচিত, যাতে করে পড়ার শব্দটা আপনার নিজের কান পর্যন্ত যায়।
আর বেশি বেশি লিখতে হবে। তারপর, গ্রামার শিখবেন আর প্রয়োগ করবেন। তখন
দেখবেন একটা অভ্যাসে পরিনত হয়ে গেছে। আর মুখস্থও তারাতারি হচ্ছে এবং মনেও
থাকতেছে। শব্দার্থের পরিক্ষা গুলো বেশি বেশি দিবেন। তাহলে নিজের উপর আত্নবিশ্বাস
বেড়ে যাবে।
পরবর্তি অধ্যায় গুলোতে আমি বিষয় ভিত্তিক এবং টেক্সট বুকের অধ্যায় ভিত্তিক শব্দার্থ
দিব। যাতে করে আপনাদের পড়তে সুবিধা হয়। তাছাড়াও আপনাদের প্রত্যেকের কাছে
কোরিয়ান থেকে বাংলায় অনুবাদ করা শব্দার্থ ভান্ডার, অভিধান (ডিকশনারী) কিনে রাখতে
হবে।
এই অধ্যায়ের শব্দার্থ সমুহঃ
우리 = আমরা = We
가구 = আসবাবপত্র = Furniture
구두 = জুতা = Shoes
가수 = শিল্পি / গায়ক = Singer
나비 = প্রজাপতি = Butterfly
발 = পা = Foot
나무 = গাছ = Tree
나라 = দেশ = Country
어디 = কোথায় = Where
도시 = শহর = City
도자기 = ফুলদানী = Vase
노 = অগ্নিকুণ্ড = Furnace
45
ReplyDelete50
ReplyDelete50
ReplyDeleteAlhamdulillah 50/50
ReplyDeleteA lot of thanks sir
ReplyDelete40
ReplyDelete50
ReplyDeleteShimu
ReplyDelete50
ReplyDelete50
ReplyDeleteআলহামদুলিল্লাহ এখানেও ৫০ পেয়েছি, ধন্যবাদ স্যার আপনাকে অনেক ভালো লাগতেছে
ReplyDeletealhamduliallah, 50/50
ReplyDelete